বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিয়মে বদল, চালু হচ্ছে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া

বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিয়মে আসছে বদল।দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে চালু হচ্ছে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া। সূত্রে খবর, লোকসভার ভোট পর্ব মিটলেই বিজ্ঞপ্তি জারি করতে চলেছে শিক্ষা দফতর। এমনটাই উচ্চশিক্ষা দফতর সূত্রের খবর।  এতদিন পর্যন্ত কলেজে কলেজে পৃথকভাবে ভর্তির প্রক্রিয়া চলত। আর সেক্ষেত্রে ছাত্র সংসদের নানাভাবে প্রভাব খাটানোর বিপুল অভিযোগও উঠেছে। আর সেই কারণেই এবার ভর্তি প্রক্রিয়া আমুল বদলে ফেলতে চাইছে রাজ্য সরকার। প্রথম মেয়াদে শিক্ষামন্ত্রী থাকাকালীন এই প্রক্রিয়া চালু করতে চেয়েছিলেন ব্রাত্য বসু। কিন্তু সেই সময় শিক্ষা দফতরের মধ্যে এ নিয়ে দ্বিমত দেখা দেয়। পরবর্তীকালে শিক্ষামন্ত্রী হন পার্থ চট্টোপাধ্যায়। অভিযোগ, তিনিই এই পদ্ধতির বিপক্ষে ছিলেন। তার জেরে থমকে যায় প্রক্রিয়া। সব জট কাটিয়ে  এ বছর থেকে কেন্দ্রীয়ভাবেই ভর্তি শুরু হচ্ছে।

সূত্রের খবর, ২২ জুন থেকেই নয়া পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে। ওয়েবসাইটের মাধ্যমেই বিশ্ববিদ্যালয় ভিত্তিক কলেজে ভর্তি প্রক্রিয়া চলবে। বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রতি বিষয়ে মেধা তালিকা প্রকাশিত হবে। সেই মেধা তালিকা অনুযায়ী কলেজ পছন্দ করার সুযোগ পাবেন পড়ুয়ারা। এরপর কাউন্সেলিংয়ের ভিত্তিতে সেই কলেজে ভর্তি হতে পারবেন কোনও পড়ুয়া। এতদিন যিনি ভর্তি হতে চান তাঁকে আবেদন করতে হত সেই কলেজের ওয়েবসাইটে। কিন্তু নতুন এই নিয়মে আবেদন করতে হবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে। পোর্টালের মাধ্যমেই যে কোনও কলেজ-বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে ভর্তির আবেদন করা যাবে। কলেজের অ্যাকাউন্টে  নয়, উচ্চশিক্ষা সংসদের অ্যাকাউন্টে জমা দিতে হবে আবেদন ও ভর্তির ফি। স্বচ্ছতা বজায় রাখতেই উদ্যোগ নিয়েছে শিক্ষা দফতর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − five =