ভোটের আগে রাতে ফের তপ্ত হল সন্দেশখালি

ভোটের আগের রাতে ফের তপ্ত সন্দেশখালির বাতাবরণ। ভোটের আগের রাতে ফের লাঠি হাতে রাস্তায় মহিলারা। সন্দেশখালির বেড়মজুরে কাঠপোল এলাকায় রাতের অন্ধকারে বাইক বাহিনীর দাপাদাপির অভিযোগ। প্রতিবাদে লাঠি হাতে রাস্তায় নেমে রাত পাহারা গ্রামের মহিলাদের। উলুধ্বনি-শঙ্খধ্বনি দিতে থাকেন তাঁরা। বিজেপি সমর্থক ওই মহিলাদের অভিযোগ, ‘পুলিশের ছদ্মবেশে’ কিছু লোক এসে গ্রাম থেকে পুরুষদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই কারণেই তাঁরা রাস্তায় নেমে গোটা গ্রাম পাহারা দিচ্ছেন বলে দাবি মহিলাদের।

এদিকে আবার বিজেপি সমর্থকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগও উঠে আসছে। এলাকায় তৃণমূল সমর্থকদের ভয় দেখানোর চেষ্টা চলছে, এমন অভিযোগও উঠছে। ওই অঞ্চলের তৃণমূল নেতা হলধর আড়ির বাড়িতে ইট ছোড়া হয়েছে বলে অভিযোগ শাসক পক্ষের। তৃণমূলের দাবি, বুথ দখলের লক্ষ্যেই হামলা ও ভয় দেখানোর চেষ্টা। রাতের এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে তপ্ত হয়েছে সন্দেশখালির বেড়মজুর। বসিরহাটের ভোটের আগে সন্দেশখালির এই নতুন করে উদ্ভুত পরিস্থিতি ও মহিলাদের বিক্ষোভ ঘিরে চর্চা শুরু হয়েছে জেলার রাজনীতির অন্দরমহলে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =