বৃহস্পতিবার জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ

লোকসভা ভোটের ফলপ্রকাশের পরই রাজ্য জয়েন্ট-এর ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করল জয়েন্ট বোর্ড। বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল। বোর্ডের তরফে সাংবাদিক সম্মেলন করে দুপুর আড়াইটে নাগাদ তা জানানো হবে। চারটে থেকে পরীক্ষার্থীরা তা দেখতে পাবেন বোর্ডের ওয়েবসাইটে।

গত বছরের নভেম্বর মাসে ২০২৪ সালের রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এ বছরের ২৮ এপ্রিল অর্থাৎ লোকসভা ভোটের  মাঝেই হয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। পরীক্ষার একমাসের একটু বেশি সময় পর, ৬ জুন প্রকাশিত হচ্ছে ফলাফল।

সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে সল্টলেকে বোর্ডের ভবন ‘রুপান্ন’তে হবে সাংবাদিক বৈঠক।  বিকেল চারটে থেকে বোর্ডের ওয়েবসাইটে নিজেদের ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। মিলবে র‌্যাঙ্ক কার্ড। তারপর কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করবে বোর্ড।

রাজ্যের সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তির জন্য প্রতি বছর প্রবেশিকা পরীক্ষা নেয় পশ্চিমবঙ্গ রাজ্য় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।  লিখিত পরীক্ষায় যোগ্যতা নির্ণয়ের পর কাউন্সেলিংয়ের মাধ্যমে কে কোন কলেজে, কোন বিষয়ে ভর্তির সুযোগ পাবে, তা জানায় বোর্ড। এবছর ৬ জুন সেই ফলাফল প্রকাশ হওয়ার পর একই পদ্ধতিতে ভর্তি হতে পারবে সফল পরীক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =