শুক্রবার দিল্লিতে নব নির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠকে বসতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর, শুক্রবার বেলা এগারোটায় শুরু হবে এই বৈঠক। সাংসদদের নিয়ে ডাকা বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন বাংলা থেকে নির্বাচিত সাংসদরা। শুক্রবারের সভায় উপস্থিত থাকবেন তাঁরা। সূত্রে খবর, এবারও সাংসদের মধ্যে কয়েকজনকে নিয়ে আলাদা বৈঠক করতে পারে বিজেপি নেতৃত্ব। সঙ্গে এ খবরও মিলছে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলা থেকে স্থান পেতে চলেছেন কয়েকজন। এই তালিকায় রয়েছে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম। বঙ্গ বিজেপির অন্দরে কানাঘুষো কেন্দ্রের আইন প্রতিমন্ত্রী হতে পারেন অভিজিৎবাবু। এও শোনা যাচ্ছে দ্বিতীয়বারের জন্য মন্ত্রী সভায় স্থান পেতে চলেছেন শান্তনু ঠাকুর। এছাড়াও মালদা উত্তর কেন্দ্রের দুবারের বিজেপি সাংসদ খগেন মুর্মুর নাম নিয়ে চলছে আলোচনা। আলোচনায় রয়েছেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়ও। আরও একটি নাম নিয়ে চর্চা চলছে। শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী।
এবারের নির্বাচনে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারেরও মন্ত্রিসভায় স্থান পাওয়া নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয় । যদিও বাংলা বিজেপির একাংশের দাবি, দলের সভাপতি পদে থেকে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই সুকান্তবাবুর। এক্ষেত্রে তাঁকে পদ থেকে সরিয়ে অন্য কাউকে সভাপতি করে তাঁকে মন্ত্রী করা একটা জটিল প্রক্রিয়া। এমন না হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। তবে সব সিদ্ধান্ত নেবেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। ফলে সিদ্ধান্তে যে কোনও রদবদল যে কোনও সময় আসতেই পারে তা বলাই বাহুল্য। তবে আপাতত এই নামগুলি নিয়ে তুমুল চর্চা বঙ্গ বিজেপিতে।