দমদম বিমানবন্দরে বিমানে ওঠার আগেই অসুস্থ হয়ে পড়লেন এক যাত্রী। জানা গিয়েছে, ওই যাত্রীর নাম মেরাজ আলি। বিমানে ওঠার ঠিক আগের মুহূর্তে কেবিন ক্রু-রা যাত্রীদের বোর্ডিং পাস চেক করার সময়েই পেটের ব্যথায় লুটিয়ে পড়তে দেখা যায় বছর ৩৩-এর এই যুবককে। এরপরই দ্রুত বিমানবন্দর কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এপিগস্ট্রিয়াম ব্যথায় তাঁর সমস্যা হয়েছে।
বিমানবন্দর সূত্রের খবর, আন্তর্জাতিক বিমান এতিহাদ এয়ারলাইন্সের ই ওয়াই ২৫৯ বিমানে করে বাংলাদেশের চট্টাগ্রামে যাচ্ছিলেন বছর তেত্রিশের যুবক মেরাজ আলি। অভিবাসন দফতরের ছাড়পত্র নিয়ে বিমানে ওঠার আগেই করে এপিগস্ট্রিয়াম ব্যথা কাবু করে তাঁকে। বিমানবন্দরে নিযুক্ত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করেন। কিন্তু মেরাজ বারবার বমি করছিলেন। এরপরই চিকিৎকসকরা তাঁকে ‘নট ফিট’ বলে জানিয়ে দেন। পরে তাঁকে চিকিৎসার জন্য নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রে খবর, বিমানবন্দরের তরফে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।