স্থানান্তরের পথে শিয়ালদহ ডিআরএম অফিস

শিয়ালদহ ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের (ডিআরএম) দফতরের  বাড়ির বয়স প্রায় ১৬০ বছর। আর সেই কারণেই সেখান থেকে ডিআরএম-এর দপ্তর অন্যত্র সরিয়ে শিয়ালদহ ডিভিশনের জন্য নতুন একটি ডিআরএম বিল্ডিং তৈরির সিদ্ধান্ত নিল পূর্ব রেল। সূত্রে খবর, এই সিদ্ধান্ত একরকম পাকাই বলা যায়। সঙ্গে এ খবরও মিলেছে, শিয়ালদহ ইএসআই হাসপাতালের কাছে কোনও জায়গায় নতুন বাড়ি তৈরির সম্ভাবনা খুব বেশি। অর্থাৎ,রেলের এই সিদ্ধান্ত থেকে এটা স্পষ্ট যে শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫  এই পর্যন্ত প্ল্যাটফর্ম সম্প্রসারণেই শেষ হচ্ছে না শিয়ালদহ ডিভিশনের পরিকাঠামোগত উন্নয়নের কাজ। তবে এরজন্য যাত্রীদের সমস্যায় পড়তে হবে না। কাজ পুরোটাই ‘অ্যাডমিনিস্ট্রেটিভ’।

হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ সম্পর্কে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ‘ওই বাড়িতে বিভিন্ন জায়গায় বর্ষায় জল পড়ে। নিয়মিত সারানো একটা বড় খরচের ব্যাপার। সারালে যে সমস্যার স্থায়ী সমাধান হবে, এমনও নয়।’ পাশাপাশি সংযোজন, ওই বাড়ির পাশ দিয়েই রেললাইন গিয়েছে। লাইন বাড়ির চেয়ে উঁচু জমিতে রয়েছে। ফলে বর্ষায় ওই বাড়ির চত্বর জলে ভরে যায়। এ ছাড়া ডিভিশনের পুরো ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করার কন্ট্রোল রুমও এই বিল্ডিং চত্বরে রয়েছে। ডিভিশনের কর্তারা অনেক দিন ধরেই পুরোনো কন্ট্রোল রুমের বদলে অত্যাধুনিক কন্ট্রোল রুম তৈরির কথা ভাবছেন। সেটা নতুন জায়গাতেই তৈরি করার পক্ষে আধিকারিকরা। তাই সব মিলিয়ে নতুন ডিআরএম তৈরির পথে অনেকটাই এগিয়েছে শিয়ালদহ ডিভিশন। পূর্ব রেল সূত্রের খবর, নতুন বিল্ডিংয়ের নকশা তৈরির কাজও হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =