শ্রীলঙ্কায় ভারতীয় ভ্রমণকারীদের জন্য পিকমি-র সঙ্গে জোট বেঁধে কন্ট্যাক্টলেস পেমেন্ট  আনছে ফোনপে

ফোনপে  শ্রীলঙ্কার শীর্ষস্থানীয় রাইড-হেলিং প্ল্যাটফর্ম পিকমি-র সহযোগিতায় শ্রীলঙ্কায় ভারতীয় ভ্রমণকারীদের জন্য নির্বিঘ্ন ইউপিআই-ভিত্তিক কিউআর পেমেন্ট করার কথা ঘোষণা করল। অংশীদারিত্বটি বন্দরনাইকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার মুহূর্ত থেকে তাদের পিকমি রাইডগুলিতে ক্যাশলেস লেনদেনের সুবিধার মাধ্যমে তাদের ভ্রমণের অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তোলার পক্ষে একটা বড় পদক্ষেপ বলেই দাবি করা হচ্ছে উভয় সংস্থার তরফ থেকেই।

কারণ, ভ্রমণের সময়, বৈদেশিক মুদ্রার ব্যবস্থা করা এবং বিভিন্ন খরচের জন্য হাতে পর্যাপ্ত নগদ রাখা, প্রায়ই সমস্যা হতে পারে। সেখানে ফোন-পের এই ইউপিআই-ভিত্তিক কিউআর পেমেন্ট সিস্টেমকে তাদের প্ল্যাটফর্মে যোগ করার মাধ্যমে, পিকমি-র লক্ষ্য শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় ভ্রমণকারীদের ওপর চাপ কমাবে। কারণ, ফোনপে ইউজাররা ইউপিআই-এর মাধ্যমে তাদের রাইডের জন্য নিরাপদ ও দ্রুত পেমেন্ট করতে পারবেন।

এই প্রসঙ্গে ফোনপের ইন্টারন্যাশনাল পেমেন্টসের সিইও, রিতেশ পাই জানান, ‘পিকমি-র সাথে আমাদের অংশীদারিত্ব ভারতীয় ভ্রমণকারীদের সুবিধাজনক ও বিশ্বস্ত পেমেন্টের সুবিধা দেওয়ার জন্য কোম্পানির প্রতিশ্রুতির একটি উদাহরণ। ভ্রমণ হল নতুন সংস্কৃতিকে জানা, যেখানে খাবার ও স্থানীয় কেনাকাটা সেই অভিজ্ঞতার অবিচ্ছেদ্য অংশ। আগে, কোনও নতুন দেশে পেমেন্ট করা বেশ ঝামেলার বিষয় ছিল। এখন, ফোনপের মাধ্যমে, শ্রীলঙ্কার সুন্দর দ্বীপদেশে ভ্রমণকারী ভারতীয় পর্যটকরা তাদের রাইডের জন্য  ইউপিআই পেমেন্টের সুবিধা ও নিরাপত্তা উপভোগ করতে পারবেন।’

এরই পাশাপাশি পিকমি-র সিইও, জিফ্রি জুলফার জানান, ‘বর্তমানে, শ্রীলঙ্কায় ভারতীয় ভ্রমণকারীদের জন্য এই ধরনের পরিষেবা দেওয়া একমাত্র রাইড-হেইলিং প্ল্যাটফর্ম আমরাই। একইসঙ্গে আমরা আশা করি সকলের পক্ষে সুবিধাজনক, নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াতের রাইড-হেলিং পরিষেবাকে  আমরা আরও উন্নত করে তুলতে পারব। এই সহযোগিতা কেবল ভারতীয় ভ্রমণকারীদের সুবিধাই বাড়ায় না, বরং শ্রীলঙ্কার পরিবহন বিভাগে ডিজিটাল রূপান্তর আনার ক্ষেত্রে আমাদের লক্ষ্যকেও সমর্থন করে। কিউআর পেমেন্ট চালু করার মাধ্যমে, আমরা একদিকে পর্যটকদের জন্য ভ্রমণকে আরও সহজ ও নিরাপদ করে তুলছি এবং অপরদিকে আমাদের ড্রাইভারদের রোজগারের নতুন পথও খুলে দিচ্ছি।’

প্রসঙ্গত, এই সহযোগিতাটি গত মাসে ফোনপে চালু করার পরে হয়, যেখানে ভারতীয় হাইকমিশনার সন্তোষ ঝা হোটেল বুকিং, ক্যাব বুকিং, ডেলিভারি পরিষেবা ইত্যাদিতে উদ্ভাবনের জন্য ইউপিআই স্ট্যাক তৈরি করতে ভারতীয় কোম্পানিগুলির সাথে যুক্ত হওয়ার জন্য শ্রীলঙ্কার কোম্পানিগুলির প্রতি আহ্বান জানিয়েছিলেন। একইসঙ্গে হাই কমিশনার এই ধরনের সহযোগিতার প্রশংসা করে বলেছিলেন, ‘আমি নিশ্চিত যে ফিনটেক সেক্টরে বৃহত্তর বাণিজ্যিক কাজকর্মের সাথে, ভারত ও শ্রীলঙ্কা ডিজিটাল ডোমেনে উদ্ভাবন ও রূপান্তর নিয়ে আসবে।’

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =