২০২৪-এ হচ্ছে না বিশ্ববঙ্গ বাণিজ্য় সম্মেলন

চার মাসের প্রস্তুতিতে সম্ভব নয়’। চলতি বছরে হচ্ছে না বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। রাজ্য়ের বিভিন্ন বণিকসভার সঙ্গে বৈঠকে এমনই সিদ্ধান্ত নিতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে। তবে এর বদলে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে ‘শোকেস ওয়েস্ট বেঙ্গল’ নামে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। যে প্রদর্শনীতে হস্তশিল্প, টেক্সটাইল, খাবার-সহ রাজ্য়ের বিভিন্ন আকর্ষণকে তুলে ধরা হবে। এই ‘শোকেস ওয়েস্ট বেঙ্গল’ চলবে  ২০শে সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত। আর বিশ্ববঙ্গ সম্মেলনে হবে আগামী বছর, ২০২৫।

লক্ষ্য, বিনিয়োগ। রাজ্য পালাবদলের পর, প্রতিবছরই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করে সরকার। মাঝে করোনার কারণে দু’বছর এই সম্মেলন বন্ধ ছিল। শেষবার বিশ্ববঙ্গ বাণিজ্য় সম্মেলন হয়েছিল গত বছর অর্থাৎ ২০২৩-র নভেম্বর। এদিকে নবান্ন সূত্রে খবর, লোকসভা নির্বাচনের জন্য এবার সম্মেলনের প্রস্তুতি ব্যাহত হয়েছে। এর আগে, গত বছরের মতো এবছরও নভেম্বরেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আয়োজনের কথা ঘোষণা করেছিলেন মুখ্য়মন্ত্রী। হাতে আর মাত্র ৪ মাস। এদিন শিল্পপতিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘চার মাসের প্রস্তুতিতে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আয়োজন করা সম্ভব নয়’। এর পাশাপাশি শিল্পপতিদের উদ্দেশে মমতার বার্তা, ‘আপনারা ভয় পাবেন না। এখানে শিল্পের অনুকূলে রয়েছে পরিবেশ। কেউ কোনও বাধা দিলে রেয়াত করা হবে না। কেন্দ্রকেও ভয় পাবেন না। বিনিয়োগ করুন। যে কেউ জমি চাইলেই পাবে। রাজ্যের হাতে ল্যান্ড ব্যাঙ্ক প্রস্তুত। সরকার পাশে আছে।’

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 15 =