লেডিজ স্পেশ্যাল বাসের পথ চলা শুরু হাওড়া থেকে

লেডিজ স্পেশ্যাল বাস মঙ্গলবার হাওড়া থেকে চালু হল বালিগঞ্জ পর্যন্ত। মঙ্গলবার হাওড়া থেকে এই বিশেষ বাসের উদ্বোধন করেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। প্রতিদিনই হাওড়া থেকে ছাড়বে এই লেডিস স্পেশাল বাস। প্রতিদিন সাড়ে ন’টায় পার্কস্ট্রিট এলগিন রোড, হাজরা হয়ে বালিগঞ্জ পৌঁছবে। ফের বিকেলে সাড়ে পাঁচটায় বালিগঞ্জ থেকে ছাড়বে। অফিসের ব্যস্ত সময়ে বেশি ভিড় এড়ানো জন্য পরীক্ষামূলকভাবে লেডিস স্পেশ্যাল বাস চালু হল। যদি যাত্রী হয় চাহিদার ভিত্তিতে বাড়ানো হবে বাসের সংখ্যা। মহিলাদের জন্য চালু হওয়া বাসে থাকছে মহিলা কন্ডাক্টর, তবে চালক পুরুষ। বাসের মধ্যে টু সিটার ও থ্রি সিটার ধরনের বসার জায়গা। উপরে থাকছে ব্যাগ রাখার জায়গা। বাসে মোট ৫৪ জনের বসার জায়গা থাকছে। সোম থেকে শুক্রবার পর্যন্ত চলবে এই বাস। আপাতত দিনে একটাই বাস চালানো হবে। যদি চাহিদা বেশি হয়, তখন বাড়ানো হবে এবং অন্য রুটে চালানোর কথা ভাবা হবে। এই বাসে হাওড়া থেকে বাল্লিগঞ্জ পর্যন্ত ভাড়া ১১ টাকা। হাওড়া থেকে ডালহৌসি পর্যন্ত ৮ টাকা, হাওড়া থেকে পার্কস্ট্রিট পর্যন্ত ভাড়া ৯ টাকা এবং হাওড়া থেকে পার্কস্ট্রিট পেরোলে ১১ টাকা। লেডিস স্পেশ্যাল বাসটি হাওড়া থেকে ধর্মতলা, পার্কস্ট্রিট, এক্সাইড, হাজরা, রাসবিহারি হয়ে বালিগঞ্জ পৌঁছবে বাস।

এদিনের এই অনুষ্ঠানে স্নেহাশিস চক্রবর্তী জানান, ‘মহিলাদের জন্য লেডিস স্পেশাল বাস হিসেবে এটিকে পরীক্ষামূলকভাবে চালু করছি। হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জ পর্যন্ত এটি যাবে। পার্ক স্ট্রিট, এলগিন রোড, হাজরা, রাসবিহারী হয়ে বাসটি বালিগঞ্জে পৌঁছবে। প্রতিদিন সাড়ে নটায় এটি যাত্রা শুরু করবে। বিকেলে যখন অফিস ছুটি হবে তখন সাড়ে পাঁচটার সময়ে বালিগঞ্জ থেকে ওই পথ ধরেই হাওড়া পৌঁছবে। এই বাসটি মহিলাদের জন্য। এক কনডাক্টর মহিলা। ড্রাইভার পুরুষ। আপাতত মহিলাদের জন্য বাসটি চালু হল। এরপর যদি যাত্রী সংখ্যা বাড়ে তাহলে বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে। মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার জন্য উন্নয়ণ করছেন তাতে সর্বস্তরের মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। এই বাসের চাহিদার উপরে নির্ভর করবে ভবিষ্যতে এই বাসের সংখ্যা বাড়ানো হবে কিনা। বাসটির রক্ষাণবেক্ষনের বিষয়টি পরিবহন দফতরের মাথায় থাকবে। যারা বাসে চড়ছেন তারাও তাদের নিজস্ব সম্পত্তি মনে করে এর দিকে লক্ষ্য রাখবেন।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =