বিরাটি স্টেশনে মহিলার হাতের ব্যাগ থেকে মিলল শিশু

বিরাটি স্টেশনে চলন্ত ট্রেনে মহিলার হাতে থাকা ব্যাগের মধ্যে মিলল ব্যাগবন্দি শিশু। ছেলেধরা সন্দেহে ট্রেনের ভিতরেই অভিযুক্তকে গণপিটুনি দেওয়া হয় ওই মহিলাকে এমনটাই স্থানীয় সূত্রে খবর। পরে বিরাটি স্টেশনে নামিয়ে জিআরপি-র হাতে তুলে দিলেন বাকি মহিলারা। সন্দেহ হওয়ায় ইতিমধ্যেই ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে জিআরপি। এদিকে, এই ঘটনার জেরে ধুন্ধুমার পরিস্থিতি বিরাটি স্টেশনে। চলে বিক্ষোভ। রেল অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। যার জেরে অফিস টাইমে আটকে পড়ে একাধিক ট্রেন। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা।

সূত্রে খবর, বুধবার সকালেরদত্তপুকুর থেকে শিয়ালদহগামী লোকাল ট্রেনের মহিলা কামরায় উঠেছিলেন ওই মহিলা। তাঁর হাতে ছিল একটি বাজারের ব্য়াগ। তবে যাত্রীদের সন্দেহ হয় যখন তাঁরা দেখেন বাজারের ব্যাগটি নড়াচড়া করছে। এরপরই কয়েকজন মহিলা অভিযুক্তকে জিজ্ঞাসা করেন ব্যাগের ভিতর কী রয়েছে। প্রথমে অস্বীকার করলেও পরে দেখাতে বাধ্য হন তিনি। এরপর ব্যাগ খুলতেই বাকি যাত্রীদের নজরে আসে বাজারের ব্য়াগের মধ্যে রয়েছে এক শিশু। এরপরই অভিযুক্ত মহিলাকে ট্রেনের ভিতরেই গণপিটুনি দেওয়ার অভিযোগ ওঠে। উত্তেজনা তৈরি হয় মহিলা কামরায়। ট্রেনটি বিরাটি স্টেশনে পৌঁছলে জিআরপি-র হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে ছেলেধরা সন্দেহে অশান্ত রয়েছে উত্তর ২৪ পরগনার একাধিক জায়গা। প্রথমে বারাসত, অশোকনগর, খড়দহ, বনগাঁ, গাইঘাটা সহ একাধিক জায়গায় স্রেফ ‘ছেলেধরা’ সন্দেহের বশে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটে। তবে এদিনের ঘটনা কপালে ভাঁজ ফেলেছে প্রশাসনের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − one =