বিজেপি নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের ৪৭ টি এফআইআর-এর ভিত্তিতে এখনই কাউকে গ্রেফতার নয়, জানাল আদালত

নন্দীগ্রাম থানায় বিজেপি নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের ৪৭ টি এফআইআর-এর ভিত্তিতে এখনই কাউকে গ্রেফতার করা যাবে না। বুধবার এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলার শুনানি চলাকালীন মৌখিক আশ্বাস দেন অ্যাডভোকেট জেনারেল। তবে বিচারপতির নির্দেশ,  ৪৭ টি মামলায়  তদন্তের কী অগ্রগতি, জানাতে হবে রাজ্যকে। আদালত সূত্রে খবর, আগামী ২ জুলাই মামলার পরবর্তী শুনানি। এদিন মামলাকারীর আইনজীবীর সওয়াল করেন, মাত্র পাঁচ সপ্তাহে  ৪৭ টি এফআইআর শুধু মাত্র নন্দীগ্রাম থানাতেই। তিনি দাবি করেন, সব এফআইআর বাতিল করা হোক। নইলে যে কাউকে পুলিশ গ্রেফতার করতে পারে। তিনি প্রশ্ন করেন,  ‘একটা দলকে টার্গেট করে ৪৭ টি এফআইআর দায়ের করা হচ্ছে।’

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে ও পরবর্তী পরিস্থিতিতে নন্দীগ্রাম থানায় একাধিক ভোট পরবর্তী হিংসার অভিযোগ দায়ের হয়। সংখ্যার বিচারে ৪৭ টা। যার ভিত্তিতে এফআইআর-ও দায়ের করে পুলিশ। যার অধিকাংশই বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এদিকে আবার ভোট পরবর্তী পরিস্থিতিতে বিজেপি কর্মীরাই আক্রান্ত হয়েছেন বলে সরব হোন শুভেন্দু অধিকারী। বিজেপির আক্রান্ত নেতা কর্মীদের সঙ্গে নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখাও করতে চেয়েছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু রাজভবনের বাইরে পুলিশি বাধার মুখে পড়েন তাঁরা। এরপর রাজভবনের বাইরে ধরনা বসার আবেদন জানানো হয় পুলিশের কাছে। পুলিশ অনুমতি দেয়নি। এরপর এই ইস্যুতে জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। বিচারপতি অমৃতা সিনহার এজলাসেই সেই মামলার শুনানি হয়। বিচারপতি অবশ্য শুভেন্দু অধিকারীর আর্জি খারিজ করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =