বাজারে শাকসবজির দাম ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে কিছুতেই রাশ পরানো যাচ্ছিল না। এবার উপায় না পেয়ে রাজ্য সরকারের তরফে আরও অতিরিক্ত সুফল বাংলা ভ্রাম্যমাণ স্টল চালু করা হল। সুফল বাংলা স্টলে কত দামে সবজি পাওয়া যাচ্ছে, তারও বিস্তারিত তালিকা দিল নবান্ন। রাজ্যের ৪৬৮ টি সুফল বাংলার স্টল থেকে দশ থেকে কুড়ি শতাংশ কম দামে সবজি পাওয়া যাচ্ছে। জানাল নবান্ন।
তাপপ্রবাহের কারণে কয়েকটি ফসলের উৎপাদন ব্যাহত হয়েছে। সঙ্গে এও জানানো হয়েছে, দাম বাড়তে শুরু করেছে বাজারের প্রায় সমস্ত সবজির। সবজির দাম আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই। এই গরম থাকলে আগামী কয়েকদিনের মধ্যে সবজির দাম বেশ আরও অনেকটা বৃদ্ধি পাবে। এদিকে এই তীব্র গরম ও দাম বৃদ্ধি পাওয়ার কারণে বাজার বেশ অনেকটাই ক্রেতা শূন্য হয়ে রয়েছে। সব মিলিয়ে দ্রুতগতিতে ঊর্ধ্বমুখী হতে থাকে সবজির দামের গ্রাফ। এর আঅঁচ পড়েছিল সাধারণ মধ্যবিত্তের পকেটে। এরপরই সবজির দামে রাশ পরাতে এমনই এক সিদ্ধান্ত নিল নবান্ন।