পঞ্চায়েত নির্বাচন নিয়ে ইতিমধ্য়েই মামলার স্তূপ জমেছে আদালতে। এরই মধ্যে মনোনয়ন জমা নিয়ে ফের নয়া অভিযোগ। অভিযোগে এও জানানো হয়েছে যে, এক তৃণমূল প্রার্থী নাকি মনোনয়নের দিনক্ষণ পেরিয়ে যাওয়ার পরও নমিনেশন জমা করেছেন। এই ইস্যুতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চে শুক্রবার মামলা দায়ের হয়। অভিযোগে জানানো হয়, পঞ্চায়েতের মনোনয়ন জমার শেষ দিন ছিল ১৫ জুন। অথচ ওই তৃণমূল প্রার্থী ২৪ জুন অর্থাৎ, শেষ দিন পেরিয়ে যাওয়ার ৯ দিন পর মনোনয়ন জমা করেছেন। এবার এই মামলায় সংশ্লিষ্ট বিডিও অফিসের ভিডিয়ো ফুটেজ চেয়ে পাঠালেন বিচারপতি অমৃতা সিনহা।
সূত্রে খবর, ঘটনাস্থল বীরভূম। বীরভূমের নলহাটিতে পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছেন আশাধন মাল। তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন। অভিযোগ উঠেছে, ওই প্রার্থী মনোনয়নের সময় দুই জায়গায় সই করছেন, এবং দুই জায়গাতেই তারিখ রয়েছে ২৪ জুন। এরপরই প্রশ্ন ওঠে, মনোনয়নের শেষ দিন পেরিয়ে যাওয়ার এতদিন পর কীভাবে নমিনেশন তা নিয়ে। এদিকে শুক্রবার মামলার শুনানির সময় রাজ্যের তরফ থেকে জানানো হয়, ওই মনোনয়নটি ২৪ তারিখ নয়, ১৪। অর্থাৎ, নির্দিষ্ট সময়ের আগেই জমা পড়েছে আশাধনের মনোনয়ন। পাশাপাশি রাজ্যের তরফ থেকে এটাও বোঝানোর চেষ্টা চলে যে, সই করার সময়ে তারিখ লেখার ক্ষেত্রে ভুল হতে পারে। বিষয়টি যে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তবে তাতে খুব একটা চিঁডে ভেজেনি। সব শুনে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, সংশ্লিষ্ট বিডিও অফিসের ১৪ তারিখের ভিডিয়ো ফুটেজ আদালতে জমা করার জন্য। পাশাপাশি বিচারপতি সিনহা এও জানান, এই ফুটেজ জমা দিতে হবে আগামী ৫ জুলাইয়ের মধ্যে। এখন বঙ্গ রাজনীতিবিদদের একাংশ তাকিয়ে আগামী ৫ জুলাইয়ের দিকে। নজর রাখছেন তৃণমূল নেতারাও। কারণ, এই ফুটেজ দেখার পরই তৃণমূল প্রার্থী আশাধন মালের ভাগ্য নির্ধারণ হবে যে তিনি এবার পঞ্চায়েত নির্বাচনের লড়াইয়ে আছেন কি না।