কয়েক’শ শূন্যপদে নিয়োগ করবে রাজ্য সরকার

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কয়েক’শ শূন্যপদে নিয়োগ করবে রাজ্য সরকার। বুধবার নবান্নে ছিল মন্ত্রিসভার বৈঠক। বুধবারের এই বৈঠকেই একাধিক দফতরে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। বিভিন্ন দফতরে মোট ৫৫২টি নতুন পদে চাকরি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিসভা। স্বরাষ্ট্র দফতরে ১০৫টি শূন্যপদ এবং প্রাণীসম্পদ বিকাশ দফতরে ২৭০টি পদে নতুন নিয়োগ হবে। এছাড়া স্কুল শিক্ষা দফতরে ৩৫ জনকে নিয়োগ করা হবে। তবে কবে থেকে ওই সব পদে নিয়োগ শুরু হবে, কীভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের পর দফায় দফায় বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি আলাদাভাবে পুরসভাগুলিকে নিয়ে বৈঠকে ডেকেছিলেন মমতা। বুধবারের মন্ত্রিসভার বৈঠকও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সেখানে ঠিক কী আলোচনা হল, তা সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। এদিকে, লোকসভার ফলাফলের ইস্যু নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, যে সব জায়গার ফল খারাপ হয়েছে, সেই সব এলাকার মন্ত্রীদের নাম ধরে ধরে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। মানুষের পাশে থেকে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − two =