বন্দরের জমি থেকে দখল সরাতে পুলিশকে কড়া নির্দেশ আদালতের

বন্দরের জমি থেকে দখল সরাতে কড়া নির্দেশ এবার কলকাতা হাইকোর্টের। আগের নির্দেশ কার্যকরী না করায় দখল উচ্ছেদে কলকাতা পুলিশকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিল আদালত। বুধবার বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, বৃহস্পতিবারের মধ্যে মাঝেরহাটের হেলেন কেলার সরণিতে পোর্ট ট্রাস্টের জায়গা দখলমুক্ত করতে হবে। নির্দেশ কার্যকরী করে এরপর শুক্রবার আদালতে রিপোর্ট পেশ করতে হবে। যদিও ওই দখল উচ্ছেদে রাজ্য আরও কিছুটা সময় চেয়েছিল। কিন্তু আদালত আর সময় দেয়নি। তারাতলা থানার হেলেন কেলার সরণিতে পোর্ট ট্রাস্ট্রের রাস্তার দু’ধারে দেদার দোকান বসিয়ে দেওয়ার অভিযোগে মামলা হয় হাইকোর্টে। রাজ্যের শাসকদলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে রাস্তার দু’ধারে দোকান বসিয়ে দেওয়ার অভিযোগ করা হয়।

এদিকে আদালত সূত্রে খবর, পোর্টের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, ওই জমিতে পোর্ট ট্রাস্ট একটি হাসপাতাল তৈরি করতে চায়। গত সপ্তাহে হাইকোর্ট ওই সব দখল সরানোর নির্দেশ দিলেও পুলিশ এখনও নির্দেশ কার্যকরী করেনি বলে অভিযোগ করেন বিকাশ। রাজ্যের তরফে আইনজীবী অমিতেষ বন্দ্যোপাধ্যায় আরও কয়েক দিন সময় চান বাড়তি বাহিনী আনিয়ে দখল উচ্ছেদের জন্যে। যদিও হাইকোর্ট বৃহস্পতিবার পর্যন্ত সময় বরাদ্দ করেছে কলকাতা পুলিশকে। এ দিন অভিযুক্ত দখলদারদের তরফেও মামলায় যুক্ত হওয়ার আবেদন করা হয়। কিছু নথিও দেখানো হয়। তাঁদের দাবি, ওই জমিতে তিন দশক ধরে তাঁদের দোকান বা প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু আদালত তাতে আমল দেয়নি। যদিও দিনের শেষে সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন ওই আবেদনকারীরা। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। সিঙ্গল বেঞ্চের অর্ডারের কপি হাতে পেলে বৃহস্পতিবার ফের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 14 =