ফের কেন্দ্রের তরফ থেকে অর্থ বরাদ্দ করা হল রাজ্যে। ‘স্বচ্ছ ভারত মিশন’ প্রকল্পে রাজ্যের নগর উন্নয়ন দফতরকে ৮৬০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। মূলত ওয়েস্ট ম্যানেজমেন্ট-সহ একাধিক কর্মসূচি কেন্দ্রের এই প্রকল্পের মধ্যে পড়ে। রাজ্যের তরফে কেন্দ্রকে এই প্রকল্পে টাকা দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই প্রস্তাব মেনে কেন্দ্র প্রাথমিকভাবে রাজ্যকে এই অর্থ বরাদ্দ করল।
প্রসঙ্গত, রাজ্যে এই প্রকল্প ‘নির্মল বাংলা অভিযান’ প্রকল্প নামে পরিচিত। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে এই প্রকল্পে অর্থ খরচ হলেও পুরসভাগুলির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। কেন্দ্রের তরফে এই অর্থ বরাদ্দ করার পাশাপাশি রাজ্য কীভাবে এই অর্থ খরচ করছে, তার নজরদারিও করা হবে বলেও জানানো হয়েছে রাজ্যকে। এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, গত আর্থিক বর্ষের তুলনায় এই প্রকল্পে কেন্দ্র দেড়গুণ বেশি অর্থ বরাদ্দ করেছে রাজ্যকে।