পঞ্চায়েত নির্বাচনের পরই কেন্দ্রের থেকে রাজ্যের প্রাপ্য টাকা ছিনিয়ে আনার হুঁশিয়ারির বার্তা দিতে শোনা গেল তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে। শুক্রবার আসানসোলের বারাবনিতে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে অভিষেক খুব স্পষ্ট ভাষায় জানান, ‘নির্বাচন শেষহলেই দেড়মাসের মধ্যে ১০ লাখ লোক নিয়ে দিল্লি যাবো। ১০০দিনের কাজের টাকা ছিনিয়ে আনবো। অনেক বাবা-বাছা করেছি। অনেক সৌজন্যের রাজনীতি দেখিয়েছি। আর নয়। সঙ্গে এও বলেন, আমরা ঈশ্বরের কাছে মাথানত করবো, কিন্তু দিল্লির কাছে নয়। ১০০দিনের কাজের প্রাপ্য বাংলার ৭ হাজার ৭০০কোটি টাকা আটকে রেখেছে। এটা শুধু বাংলার ক্ষেত্রেই করছে। অন্যা রাজ্যের ক্ষেত্রে কিন্তু করছে না।‘ এরপরই এলপিজির দামের কথা সামনে এনে কেন্দ্রকে কটাক্ষের সুরে বলেন, ‘এটাই হচ্ছে অচ্ছে দিনের নমুনা, যেখানে এলপিজি গ্য়াসের দাম গিয়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০০ টাকায়।’
পাশাপাশি লোকসভা উপনির্বাচনেবিজেপির পরাজয়ের কথা স্মরণ করিয়েও দিতে দেখা যায় অভিষেককে। বলেন, ‘লোকসভা উপনির্বাচনে বিজেপির থেকে আসন ছিনিয়ে এনেছে তৃণমূল।‘ জয়ের এই ট্রেন্ড পঞ্চায়েতেও বজায় রাখার জন্য স্থানীয়দের কাছে অনুরোধ জানাতে দেখা যায় তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডকে। বারাবনির সভায় অভিষেক এদিন এ বার্তাও দেন,’বিজেপি সরকারকে উৎখাত করতেই হবে৷ কেন্দ্রের যে সরকার বাংলাকে বঞ্চিত করে রেখেছে, তাদের দলকে একটাও ভোট নয়। যতই ইডি-সিবিআই দিয়ে ভয় দেখাক না কেন।’ এদিন আসানসোল ছাড়াও বীরভূমে পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রচারে যান অভিষেক। রোড শোও করেন।