সরকারি জায়গা প্রোমোটারকে বিক্রি করার অভিযোগ গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই নির্দেশ দিয়েছিলেন সরকারি জায়গা দখল করেছেন তাঁদের সরিয়ে দিতে হবে। এরপর রাজ্যের বিভিন্ন জায়গায় পুরসভাগুলি তৎপরতার সঙ্গে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে কাজ শুরু করে। এদিকে বিধাননগরে সামনে এল এক গুরুতর অভিযোগ। সরকারি জমির উপরে থাকা গাছ কেটে তারপর সেই জমি প্রমোটারকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত। সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে, সরকারি জমি কীভাবে বিক্রি করা হয়েছিল তাও।

ঘটনাটি ঘটেছে বিধাননগর পৌরনিগম ৩৫ নম্বর ওয়ার্ডে। গত ২৮ শে জুন এলাকার কাউন্সিলর জয়দেব নস্কর অভিযোগ অনুযায়ী, সুকান্ত নগরের নবপল্লীতে একটি সরকারি জায়গা দখল করে তার উপরে থাকা গাছ কেটে প্রমোটারকে বিক্রি করে দিয়েছেন সুজিত মোদক নামে এক ব্যক্তি। এই সুজিত আবার এলাকায় দাপুটে তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। ঘটনায় কাউন্সিলর তিনজনের নামে বিধাননগর দক্ষিণ থানার পুলিশের কাছে অভিযোগ জানান। তদন্তে নেমে সুজিতকে গ্রেফতার করে পুলিশ। তবে অধরা কার্তিক মাকাল, মনু চৌধুরী ও ওই প্রোমোটার। সোমবার সুজিতকে তোলা হয় বিধাননগর আদালতে। কাউন্সিলর জয়দেব নস্কর বলেন, ‘আমার ৩৫ নম্বর ওয়ার্ডে সরকারি জমিতে একটি গাছ ছিল। সেটা রাতারাতি কেটে ফেলা হয়। প্রোমোটিং করার চক্রান্ত করছিল। আমি জেনেই পুলিশকে জানাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + twelve =