এনডিএ সাংসদদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, হিন্দুদের অপমান করে বিদ্বেষমূলক মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা, এমন অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি সহ শরিকি দলগুলি। এই ইস্যুতে সোমবার তুমুল উত্তেজনা ছড়ায় সংসদে। সোমবার লোকসভার হই-হট্টগোলের পরই মঙ্গলবার এনডিএ-র সংসদীয় বৈঠকে প্রধানমন্ত্রী সাংসদদের বলেন যে তাঁরা যেন সংসদের আচরণবিধি অনুসরণ করেন। তাঁদের আচরণ যেন উদাহরণ দেওয়ার মতো হয়, তা নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী মোদী। কেউ যেন রাহুল গান্ধির মতো ব্যবহার না করেন।
এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি ও এনডিএ-র সাংসদ। বৈঠক শেষে কিরণ রিজিজু বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন সংসদে সাংসদরা আসেন দেশের সেবা করতে। তাঁরা যেন সেই বিষয়টিকেই গুরুত্ব দেন। সংসদে কীভাবে কাজ করতে হবে, সেই নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার বিরোধী দলনেতা রাহুল গান্ধি যে ব্যবহার করেছেন, তিনি স্পিকারকে অপমান করেছেন। আমরা এই ধরনের আচরণ করব না। এটাই আমাদের শিক্ষা।’