মানিকতলা উপনির্বাচনে তৃণমূলের লক্ষ্য বহুতলের বাসিন্দা থেকে বিভিন্ন ভাষাভাষীর মানুষেরাই

সামনেই মানিকতলা বিধানসভা উপনির্বাচন। আর এই নির্বাচনে তৃণমূলের লক্ষ্য বহুতলের বাসিন্দারা। সঙ্গে জোর দেওয়া হচ্ছে ভিন ভাষাভাষী মানুষদের প্রচারের ক্ষেত্রেও, এমনটাই তৃণমূলের অন্দরে কান পাতলে অন্তত এমনটাই শোনা যাচ্ছে।

এখানে বলে রাখা শ্রেয়, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মানিকতলায় প্রায় ২০ হাজার ভোটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। ২০২৪ সালের লোকসভা ভোটে এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস এগিয়ে তিন হাজারের বেশি কিছু ভোটে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর একটা বড় অংশ বিজেপির পক্ষেই। কারণ, মানিকতলা বিধানসভা এলাকায় ভিন রাজ্যের বহু মানুষ বসবাস করেন। আবার বহুতলের ভোট উপনির্বাচনে মেলে না। ব্যবধান বাড়িয়ে মানিকতলায় জয় হাসিল করতে তাই এই দুই জায়গাতেই বিশেষ কৌশল তৃণমূলের।

১) বহুতলের জন্য গঠিত বিশেষ গ্রুপ। সোসাইটি মেম্বারদের সঙ্গে যারা মিটিং করছে

২) বহুতলে বা ভিন রাজ্যের ভাষাভাষী মানুষ যে বাড়িতে থাকেন, সেখানে পতাকা ছাড়া প্রচার।

৩) বেশ কিছু বহুতল আলাদা করা হয়েছে যেখানে প্রচারে প্রার্থী থাকছেন।

৪) বহুতলের ও ভিন ভাষাভাষীদের প্রতি ঘরেই যাওয়া হচ্ছে।

৫) বাংলা, হিন্দি ও ইংরেজিতে দক্ষ এমন বক্তা এর জন্য রাখা হয়েছে।

 

এদিকে ওয়ার্ড ভিত্তিকে ফলাফলে

ওয়ার্ড ১১ -তৃণমূল কংগ্রেস এগিয়ে ৩৯১ ভোটে।

ওয়ার্ড ১২ -তৃণমূল কংগ্রেস এগিয়ে ১৬৭ ভোটে

ওয়ার্ড ১৩ -তৃণমূল কংগ্রেস এগিয়ে ২৫৬ ভোটে

ওয়ার্ড ১৪ -তৃণমূল কংগ্রেস এগিয়ে ৪৫৭২ ভোটে

ওয়ার্ড ১৫ -তৃণমূল কংগ্রেস এগিয়ে ৪৫৮ ভোটে

ওয়ার্ড ১৬ -বিজেপি এগিয়ে ৪১২ ভোটে

ওয়ার্ড ৩১ -বিজেপি এগিয়ে ৫৪৮৮ ভোটে

ওয়ার্ড ৩২ -তৃণমূল কংগ্রেস এগিয়ে ৩৬৩১ ভোটে

 

২০২১ সালে বিধানসভা নির্বাচনের নিরিখে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট পড়ে ৬৭৫৭৭টি এবং বিজেপি পায় ৪৭৩৩৯ ভোট। এরপর ২০২৪-এর লোকসভা নির্বাচনে ওয়ার্ড ভিত্তিক গণনায় তৃণমূল কংগ্রেসের পক্ষে রয়েছে ৬৬৯৬৪ টি ভোট আর উল্টোদিকে বিজেপি পেয়েছে ৬৩৩৮৯ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 7 =