পড়ে গিয়ে চোট পেলেন মুকুল রায়, ভর্তি কলকাতার বেসরকারি হাসপাতালে

Featured Video Play Icon

লোকসভা ভোটের আবহেও শোনা গিয়েছে বর্ষীয়ান নেতা মুকুল রায়ের নাম। কারণ, কখনও তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছেন অর্জুন সিং, কখনও আবার পার্থ ভৌমিক। কিছুদিন আগে গিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরীও। তবে সঙ্গে এও জানা যাচ্ছিল, শরীরটা ভাল যাচ্ছে না বেশ কিছু বছর ধরেই। রাজনীতি থেকেও এখন তাঁর দূরত্বও অনেক। কিন্তু, ভোট আসতেই বারবার খবরের শিরোনামে আসতে দেখা গেছে বাংলার রাজনীতির এক সময়ের ‘চাণক্য’ বলে পরিচিত সেই মুকুল রায়ের নাম। সেই মুকুল রায় কাঁচরাপাড়ায় নিজের বাড়িতে বাথরুমের সামনে পড়ে গিয়েছেন বলে খবর। সঙ্গে এও জানা গেছে গুরুতর চোটও পেয়েছেন তিনি।  বর্তমানে চিকিৎসার জন্য তাঁকে কলকাতার এক বেসরকারি নার্সিং নিয়ে আসা হয়েছে বলে রায় পরিবার সূত্রে খবর।

গত বছরও ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠানে আচমকা হজির হয়েছিলেন মুকুল রায়। যদিও তারপর থেকে তাঁকে প্রকাশ্য রাজনৈতিক কোনও মঞ্চে আর দেখা যায়নি। তবে অ্যালকেমিস্ট দুর্নীতি মামলার খবর নিয়ে শোরগোল যখনই হয়েছে তখনই উঠে এসেছে তাঁর নাম। ইডি-র ডাকও পান। কিছুদিন আগেই বাড়ির সামনে গেলে সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছিল মুকুল রায়ের ছবি। তাতেই দেখা যায়, শরীর রীতিমতো ভেঙে গিয়েছে তাঁর। এরইমধ্যে তাঁর নতুন করে অসুস্থতার খবরে চিন্তার মেঘ আরও ঘন হচ্ছে। ইতিমধ্যেই তাঁর ভর্তির পরই চিকিৎসার জোর তৎপরতা শুরু হয়ে গিয়েছে বাইপাসের ওই বেসরকারি নার্সিং হোমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =