জরুরি ভিত্তিতে বৈঠক ডাকলেন রাজ্যের তিন পুলিশকর্তা। শুক্রবার বিকেল ৪টে রাজ্যের সব এসপি, সিপিদের নিয়ে ভবানী ভবন থেকে এই বৈঠক করবেন রাজ্য পুলিশের তিন শীর্ষ আধিকারিক। সূত্রে খবর, শুক্রবারের এই বৈঠকে থাকছেন এডিজি আইবি, নিরাপত্তা অধিকর্তা, এডিজি আইন শৃঙ্খলা।
সঙ্গে এ খবরও মিলেছে, গণপিটুনি, সোনার দোকানে ডাকাতি সহ রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা করতে এই বৈঠক। ইতিমধ্যেই গণপিটুনি আটকানো সহ একাধিক ইস্যু নিয়ে ১১ দফা এডভাইজারি এসপি, সিপিদের দিয়েছে রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা। রাজ্যে গত কয়েকদিনে একাধিক ইস্যু লক্ষ্য করা যায়। গণপিটুনি, সোনার দোকানে ডাকাতি এমনকী ব্যাবসায়ীকে লক্ষ্য করে গুলি করারও অভিযোগ সামনে এসেছে। এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসনের উপর এর প্রভাব পড়েছে অনেকটাই। এইসব ইস্যু গুলির মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই নাম উঠে এসেছে তৃণমূল নেতাদের। এরই মাঝে রাজ্য পুলিশের আজকের এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।