প্রাকৃতিক বিপর্যয়ে পাঠানো ত্রিপল নজরে এল তৃণমূল কার্যালয়ে, উস্কে দিল কারচুপির ঘটনা

আয়লা, আমফান বা ইয়াসের মতো প্রাকৃতিক বিপর্যয়ে পাঠানো ত্রিপল নিয়ে বারবার অভিযোগ উঠেছে। ত্রাণের ত্রিপল চুরির ঘটনায় শাসকদলের নেতাকর্মীদের দিকে আঙুল তুলতে দেখা গেছে বিরোধীদের। সেই অভিযোগই এবার উস্কে দিল তৃণমূলেরই এক পার্টি অফিস। আর এই পার্টি অফিস কোনও জেলায় নয়, খোদ শহর কলকাতায়। ৩৯ নম্বর ওয়ার্ডের মহাজাতি সদন সংলগ্ন কলাবাগানের মুখে ফুটপাত দখল করে তৈরি হয়েছে তৃণমূলের দলীয় কার্যালয়। তার উপরই ছাউনি দিয়ে ঘেরা এই কার্যালয়ে নজরে আসছে বিপর্যয় মোকাবিলা দফতরের ছাপ লাগানো ত্রাণের ত্রিপল। এর আগে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়ির গ্যারেজের ছাউনির কাজে বিপর্যয় মোকাবিলা দফতরের ছাপ লাগানো ত্রিপল দেখা গিয়েছিল। এবার দেখা গেল কলকাতায়।

কোথা থেকে এল ত্রিপল তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। বিরোধীরা এই প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন, তাহলে ত্রিপল বণ্টনে কারচুপি হয়েছে কি না তা নিয়েও। এভাবে ত্রিপল কেনা ও বণ্টনের নামেও কি চলছে অবাধ দুর্নীতি তা নিয়েও উঠছে প্রশ্ন। এই প্রসঙ্গে অবশ্য মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘যাঁরা ত্রিপল সরবরাহকারী তাঁরা আমাদের দেওয়ার পরও আরও অনেক জায়গায় সরবরাহ করে। সুতরাং ওইটা সরকারের ত্রিপল তার গ্যারান্টি কেউ নিতে পারবে না।’ এর পাশাপাশি এও জানিয়েছেন, ‘সুন্দরবনে আমরা পার্টির তরফেও কিনে পাঠিয়েছি ত্রিপল। তার মধ্যে এগুলো কি না গ্যারান্টি আমি দিতে পারব না।’

প্রসঙ্গত, কলকাতা এলাকায় যদি কখনও বিপর্যয়ের ঘটনা ঘটে সেই সময় কলকাতা পুরসভার তরফে এই ধরনের ত্রিপল দেওয়া হয়ে থাকে। পাশাপাশি সরকারের তরফে মূলত কলকাতা পুরসভাই বিষয়টি দেখে কোথায়-কোথায় ত্রিপল পাঠানো হবে। বিপর্যয় হলে নাম নথিভুক্ত করে বিপর্যস্ত মানুষের হাতে এই ত্রিপল দেওয়া হয়। এই তালিকায় দলীয় কার্যালয়ের নাম কীভাবে নথিভুক্ত হল বা কার নামেই বা হল তা নিয়েও প্রশ্ন তুলছে বিরোধীরা। এই প্রসঙ্গে সিপিএম নেতা চয়ন ভট্টাচার্য জানান, ‘এই ধরনের ঘটনা বহুদিন ধরে ঘটছে। আগামী দিনে আরও বেশি করে ঘটবে। তৃণমূল এখন বেপরোয়া হয়ে গিয়েছে। ওরা বুঝে গিয়েছে এই ভাবেই ওরা ভোটে জিতবে। কিন্তু একদিন এটা ধসে যাবে।’ এর পাশাপাশি বিজেপি নেতা সজল ঘোষের বক্তব্য আরও চাঁচাছোলা। বলেন, ‘তৃণমূল দলটাই চোরে পরিণত হয়েছে। আগে আমরা বলতাম তৃণমূলের সবাই চোর এমনটা নয়। এখন মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন পুলিশ, কাউন্সিলর, এসডিপিও চোর। তাহলে ওরা দু-একটা ত্রিপল চুরি করেছে এটা নতুন কী।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − six =