সংযুক্ত আরব আমিরশাহীতে নেটওয়ার্ক ইন্টারন্যাশনালের সঙ্গে জুটি বাঁধল এনপিসিআই ইন্টারন্যাশনাল

মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলে ডিজিটাল বাণিজ্যের অগ্রগণ্য সহায়ক নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল-এর সঙ্গে জুটি বেঁধেএনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড অর্থাৎ এনআইপিএল, সংযুক্ত আরব আমিরশাহীতে নেটওয়ার্ক-এর পয়েন্ট অফ সেল কেন্দ্রগুলোর মাধ্যমে কোডভিত্তিক ইউনিফায়েড পেমেন্টে গ্রহণ করা শুরু করেছে। এই উদ্যোগ ভারতীয় যাত্রী এবং অনাবাসী ভারতীয়দের  জন্য সংযুক্ত আরব আমিরশাহী জুড়ে নেটওয়ার্ক ইন্টারন্যাশনালের বিরাট মার্চেন্ট নেটওয়ার্কে মসৃণ ও সুরক্ষিত লেনদেন নিশ্চিত করল। খুচরো ব্যবসা, হসপিটালিটি, ট্রান্সপোর্ট ও সু্পারমার্কেট ইত্যাদি সেক্টরের ৬০,০০০+ মার্চেন্টের কাছে নেটওয়ার্ক-এর ২০০,০০০-এর বেশি পিওএস টার্মিনাল রয়েছে। ইউপিআই গ্রহণের সুবিধা ক্রমশ চালু করা হবে খুচরো কেনাকাটার দোকান এবং খাওয়াদাওয়ার জায়গা থেকে শুরু করে নানারকম জায়গায়, এমনকি দুবাই মল ও মল অফ দি এমিরেটসের মত পর্যটকদের জন্য আকর্ষণীয় এবং অবসর যাপনের জায়গাতেও।

এর ফলে গাল্ফ কোঅপারেশন কাউন্সিল-এ অন্তর্ভুক্ত দেশগুলোতে পর্যটনকারী ভারতীয়দের সংখ্যা ২০২৪ সালে ৯.৮ মিলিয়নে পৌঁছবে বলে মনে করা হচ্ছে, যার মধ্যে সংযুক্ত আরব আমিরশাহী অনুমান করছে যে ভারত থেকে সেখানে ৫.২৯ মিলিয়ন লোক যাবে। এখানে

নিজের পিওএস টার্মিনালগুলোর মাধ্যমে ইউপিআই পেমেন্ট গ্রহণ করে নেটওয়ার্ক আন্তর্জাতিক পেমেন্টের জন্য এক কিউআর ভিত্তিক ও সুরক্ষিত পদ্ধতি জোগাবে। এর ফলে ভারতীয় ভ্রমণকারী এবং অনাবাসী ভারতীয়রা ভারতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ইউপিআই ব্যবহার করতে পারবেন সংযুক্ত আরব আমিরশাহী জুড়ে নেটওয়ার্ক-এর পিওএস টার্মিনালগুলোতে।

রীতেশ শুক্লা, সিইও অফ এনপিসিআই ইন্টারন্যাশনাল জানান, ‘নেটওয়ার্ক ইন্টারন্যাশনালের সঙ্গে আমাদের জুটি সংযুক্ত আরব আমিরশাহীতে ইউপিআই-এর উপস্থিতি আরও জোরদার করবে। ইউএই জুড়ে ব্যবসায়ীদের মধ্যে ইউপিআই গ্রহণ বাড়িয়ে আমরা কেবল ভারতীয় যাত্রীদের এক মসৃণ ও পরিচিত পেমেন্টের অভিজ্ঞতাই জোগাচ্ছি না, আন্তর্জাতিকভাবে উদ্ভাবনীমূলক ডিজিটাল পেমেন্টের ব্যবহারকেও প্রশ্রয় দিচ্ছি। এই যৌথ উদ্যোগ প্রযুক্তিগত উন্নয়ন চালনা করার প্রতি এবং আরও ভাল করে যুক্ত আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থা তৈরি করার প্রতি আমাদের দায়বদ্ধতার দৃষ্টান্ত।’

এই প্রসঙ্গে নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল-এর গ্রুপ সিইও নন্দন মের জানান, ‘ইউএই-তে আসা অথবা কাজ করা ভারতীয়দের জন্য পেমেন্ট ইকোসিস্টেম জোরদার করার জন্য এনসিপিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেডের সঙ্গে জুটি বাঁধতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। উপভোক্তাদের তাঁদের পছন্দের উপায়ে টাকা দেওয়ার সুযোগ দিয়ে আমরা ডিজিটাল ইউএই তৈরি করার স্বপ্নপূরণের দিকে আরও এক ধাপ এগোলাম সাম্প্রতিকতম পেমেন্ট প্রযুক্তির ক্ষমতা ব্যবসা ও ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে। আমরা আত্মবিশ্বাসী যে এই জুটি এই দেশে এক শক্তিশালী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম চালাবে, যা এখানে নগদবিহীন লেনদেন বৃদ্ধি করবে।’

জামাল আল নাসাই, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ফর মার্চেন্ট সার্ভিসেস – মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা অ্যাট নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল এই প্রসঙ্গে জানান, ‘এই জুটির লঞ্চ আমাদের বিস্তৃত মার্চেন্ট নেটওয়ার্কের জন্যে এক মাইলফলক। এই নতুন পেমেন্ট পদ্ধতি থেকে এই নেটওয়ার্ক দারুণ লাভবান হবে। এই অঞ্চলের অগ্রগণ্য অ্যাকোয়ারার হিসাবে নেটওয়ার্ক প্রযুক্তিগত উদ্ভাবনে তার ৩০ বছরের উত্তরাধিকার কাজে লাগাবে আন্তর্জাতিক ইন্টারঅপারেবিলিটি চালনা করতে তার ব্যবসায়ীদের মধ্যে ইউপিআই ভিত্তিক পেমেন্ট গ্রহণ চালু করার জন্য।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − four =