২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ হবে ২৩ জুলাই

সরকারের সুপারিশ মেনে সংসদের উভয় কক্ষে ২২ জুলাই থেকে বাজেট অধিবেশন শুরুর সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই অধিবেশন চলবে ১২ অগাস্ট পর্যন্ত। ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ হবে ২৩ জুলাই। শনিবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু এমনটাই জানালেন তাঁর এক্স হ্যান্ডলে। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। চব্বিশের নির্বাচনে জিতে ফের ক্ষমতা এসেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ৮ জুন প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। গত ২ জুলাই সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘তৃতীয়বার আমাদের সরকার তিন গুণ শক্তি দিয়ে কাজ করবে, তিন গুণ গতিতে ছুটবে। তিনগুণ ফল পাবে দেশের মানুষ।’ ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠা করা হবে বলেও মন্তব্য করেন তিনি। তৃতীয় মোদি সরকারের লক্ষ্য স্পষ্ট করে দেন তিনি।

এবার তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারমণ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে তিনি নতুন রেকর্ড গড়তে চলেছেন। দেশের প্রথম কোনও অর্থমন্ত্রী পরপর সাতবার কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। এর আগে মোরারজি দেশাই টানা ৬ বার বাজেট পেশ করেছিলেন। ১৯৫৯ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন তিনি। পাঁচবার পূর্ণাঙ্গ বাজেট এবং একবার অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন মোরারজি দেশাই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 4 =