সুরাটের পর দেওঘরেও ভেঙে পড়ল বহুতল

গুজরাতের সুরাটের পর ঝাড়খণ্ডের দেওঘরেও একই ঘটনার পুনরাবৃত্তি। ফের ভেঙে পড়ল বহুতল। রবিবার সকালে হুড়মুড়িয়ে ধসে পড়ে এলাকার একটি তিনতলা বিল্ডিং। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ধ্বংসস্তূপের ভিতর ছয় থেকে সাতজনের আটকে পড়ার আশঙ্কা। দেওঘরের জেলাশাসক বিশাল সাগর জানান, দুই শিশুকে ইতিমধ্যেই উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজে তাদের সঙ্গে হাত লাগায় দমকল বাহিনীও। ঘটনাস্থলে রয়েছে স্বাস্থ্য দফতরের টিম। দেওঘরের ডেপুটি কমিশনার এক্স হ্যান্ডেলে লেখেন, ‘দেওঘরের পুরসভা এলাকার অন্তর্গত সীতা হোটেলের কাছে একটি বহুতল ভেঙে পড়েছে। ঘটনাস্থলে রয়েছে এনডিআরএফ এবং স্বাস্থ্য দফতর। জেলা প্রশাসনের আধিকারিকরা, অ্যাম্বুল্যান্স টিম, দমকল এবং পুলিশ রয়েছে ঘটনাস্থলে।’

এদিকে স্থানীয় সূত্রে খবর, গোদ্দা কেন্দ্রের সাংসদ নিশিকান্ত দুবে খবর পেয়েই দেওঘরের ঘটনাস্থলে পৌঁছন। তাঁর সঙ্গে ছিলেন দেওঘরের এসপি, ডেপুটি কমিশনারও। উদ্ধারকাজ খতিয়ে দেখেন তাঁরা। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে জানান, ‘ রবিবার সকাল ৬টা নাগাদ দেওঘরের বামবাম ঝা পাঠে একটি তিনতলা বিল্ডিং ভেঙে পড়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৎক্ষণাৎ একটি উদ্ধারকারী দল পাঠান। স্থানীয় বিজেপি নেতাদের সঙ্গে সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছি। এখানকার মানুষজন উদ্ধারকাজে হাত লাগিয়ে তিনজনকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনতে সক্ষম হয়েছেন। এনডিআরএফ-এর দল আরও একজনকে উদ্ধার করেছে। এখনও উদ্ধারকাজ চলছে। দেওঘর এইমস-এর তরফে চিকিৎসার সমস্ত বন্দোবস্ত করা হচ্ছে আহতদের জন্য।’ তবে কী কারণে ঝাড়খণ্ডের দেওঘরের এই তিনতলা বিল্ডিংটি সম্পূর্ণ ভেঙে পড়ল তা অবশ্য এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − one =