ডেটিং অ্যাপের মাধ্যমে আলাপের পর অপহরণ যুবক, ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত  

ডেটিং অ্যাপের মাধ্যমে মহিলার সঙ্গে আলাপ এবং অনলাইন ঘনিষ্ঠতা। বেশ কিছুদিন কথা বলার পর একান্তে সময় কাটানোর টোপ। আর সেই ফাঁদে পা দিয়েই অপহরণ করা হয় বাঘাযতীনের এক যুবককে। এরপর অপহৃত পরিবারকে ফোন করে এক লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় বলে অভিযোগ। এরপরই পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় উদ্ধার হয় ওই যুবক। ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত সহ বাকিরা।

যুবককে অপহরণের এই ঘটনার তদন্তে নেমে বড় কেলেঙ্কারির পর্দাফাঁসও করে পুলিশ। অভিযুক্ত মহিলার সঙ্গে তাঁর স্বামীও গ্রেফতার হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে পাটুলি থানায় অভিযোগ জানাতে আসেন বাঘাযতীনের ওই যুবকের মা। জানা যায়, ওই যুবককে প্রথমে পাটুলির একটি গেষ্ট হাউজে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গলফ গ্রিনের অরবিন্দ নগরের একটি ফ্ল্যাটে। সেখানেই আটকে রেখে মারধর করে ১ লক্ষ টাকা চাওয়া হয় বলে অভিযোগ। চাপ সৃষ্টি করে যুবকের বাড়িতে যুবককে দিয়ে ফোন করানো হয়। সূত্রের খবর,  যুবকের মা ৪০ হাজার টাকা দিয়ে এই ফ্ল্যাট থেকে উদ্ধার করে নিয়ে যান ছেলেকে।

এরপর থানায় গোটা বিষয়টি জানালে যে মহিলার সূত্রে এই যুবককে অপরহণ করা হয়েছিল তাঁকে বিভিন্ন পন্থায় অনুসরণ করে আটক করে। একইসঙ্গে মহিলাকে সঙ্গে নিয়ে অরবিন্দ নগরে যে ফ্ল্যাটে ওই যুবককে আটকে রাখা হয়েছিল সেখানে পৌঁছয়। জানা যায়, ফ্ল্যাটটি সৈকত পাল নামে এক ব্যক্তির। তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ। এই ফ্ল্যাটেই দলের বাকি সঙ্গীরা ছিল ঘটনার সময়। রবিবার রাতে বাকিদের পাকড়াও করা হয়। গ্রেফতার করা হয় অভিযুক্ত মহিলার স্বামী বাবুসোনাকে। সৈকত পালের ফ্ল্যাট থেকে উদ্ধার নানচাকু, গাঁজার কলকে। এই নান চাকু দিয়ে মারধর করা হয় বলে পুলিশ জানিয়েছে। এই গ্যাঙের সঙ্গে আর কারা জড়িত, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ওই আবাসনের অন্যান্য বাসিন্দারা জানান, ‘আমরা কিছুই জানতাম না। ছেলেগুলো নেশাভান করত, সেটা জানি। কিন্তু অপহরণের ব্যাপারে কিছু জানতাম না। ঘর থেকেও তো অনেক কিছু পাওয়া গিয়েছে শুনেছি।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =