আজ চার কেন্দ্রে উপনির্বাচন

বুধবার রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন। মানিকতলা, রানাঘাট দক্ষিণ,বাগদা ও রায়গঞ্জ। এই চার কেন্দ্রে অশান্তি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করেছে নির্বাচন কমিশন। পুলিশ তো থাকছেই পাশাপাশি এই ভোটেও থাকছে কেন্দ্রীয় বাহিনী। চার কেন্দ্রের জন্য মোট ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করেছে কমিশন। সকাল সাতটা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া।

মানিকতলা বিধানসভা কেন্দ্রের ২৭০ নম্বর বুথে ইভিএম খারাপ। ভোট গ্রহণ শুরু করা যায়নি এখনো। মক পোলের পর ইভিএমমানিকতলা বিধানসভা কেন্দ্রের ২৭০ নম্বর বুথে ইভিএম খারাপ। ভোট গ্রহণ শুরু করা যায়নি এখনো। মক পোলের পর ইভিএম লক হয়ে গিয়েছে বলে খবর। লক হয়ে গিয়েছে বলে খবর।

একের পর এক জায়গা থেকে আসছে ইভিএম মেশিন খারাপের অভিযোগ। তার মধ্যে নদিয়া দক্ষিণের হবিবপুর বিন পাড়া প্রাথমিক বিদ্যালয় একটি বুথে ইভিএম খারাপ থাকার অভিযোগ।

এদিকে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলে ১৪১ নন্বর বুথে ভোট দিলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যণী। একদম সকাল সকাল ভোট দেন তিনি। লোকসভা ভোটে পরাজিত হলেও উপভোটে জেতার বিষয়ে আশাবাদী তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =