রাজ্য রাজনীতি ও কেন্দ্রীয় রাজনীতিতে সিপিএম দ্বিচারিতার নীতি নিচ্ছে কি না এমন প্রশ্ন সিপিএম নেত্রী তথা ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়কে করতেই ঘটে যায় বিপত্তি। অত্যুৎসাহী কিছু সিপিএম কর্মী সমর্থকের হাতে খেতে হল চড়-থাপ্পড়। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান ২ নং ব্লকের স্বস্তিপল্লি এলাকায়।
শনিবার স্বস্তিপল্লীর মাঠে পঞ্চায়েত নির্বাচনের প্রচার সভায় উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। সেখানেই এক জনৈক ব্যক্তি তাঁকে এই প্রশ্ন করেন। নিজের মতো করে সেই প্রশ্নের উত্তর দেন মীনাক্ষী। এরপরই শুরু হয় গণ্ডগোল। অভিযোগ, অতি উৎসাহী কয়েকজন কর্মী-সমর্থক ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে গিয়ে হেনস্থা করে। এমনকী চড়-থাপ্পড় মারে বলেও অভিযোগ। আর এখানেই প্রশ্ন উঠছে রাজনৈতিকমহলে। সাংগঠিনকভাবে অনেকটাই দুর্বল হয়ে যাওয়া সিপিএম যখন ফের জন সমর্থন পাওয়ার চেষ্টা করছে, তখন দলের কর্মী সমর্থকদের একাংশের এহেন আচরণে ঠিক কী প্রভাব পড়বে জনমানসে তা নিয়েই।