কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য কিউআর কোডের মাধ্যমে আদানপ্রদান করার ব্যবস্থা শুরু করল বন্ধন ব্যাঙ্ক। এই প্রসঙ্গে মঙ্গলবার বন্ধন ব্যাঙ্কের তরফ থেকে এও ঘোষণা করা হয় যে, এই কিউআর কোডের মাধ্যমে গ্রাহকদের পক্ষে যে কোনও আউটলেটে অর্থ প্রদানের উপায়কে সহজ হবে। শুধু তাই নয়, একটি ছোট স্পিকারের মাধ্যমে প্রতিটি পেমেন্টের উপর একটি তাৎক্ষণিক বিজ্ঞপ্তিও পাওয়া যাবে।
এরই পাশাপাশি বন্ধন ব্যাঙ্কের তরফ থেকে এও জানানো হয়, গ্রাহকরা ডেবিট বা ক্রেডিট কার্ড ছাড়াই যে কোনও ব্যাঙ্কিং অ্যাপ বা ইউপিআই অ্যাপের মাধ্যমে অর্থ প্রদান করতে পারবেন। ভারত কিউআর হল অর্থ প্রদানের একটি অত্যন্ত নিরাপদ এবং দ্রুত উপায়। ছোট বিক্রেতা থেকে শুরু করে বড় আকারের খুচরো বিক্রেতাও এতে উপকৃত হবেন।
এই প্রসঙ্গে বন্ধন ব্যাঙ্কের ইডি এবং চিফ বিজনেস অফিসার রাজিন্দর বব্বর জানান, ‘আমরা আমাদের মূল্যবান গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিকিউআর-এর প্রবর্তনের মাধ্যমে, আমাদের লক্ষ্য হল একটি শক্তিশালী অর্থপ্রদানের সমাধান প্রদান করা যা গ্রাহকদের সহজ অর্থপ্রদানের পদ্ধতি প্রদান করতে সক্ষম করে।’