অভিষেক মামলায় আদালতে ভর্ৎসনার মুখে ইডি

অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম ইডির কয়লা পাচার মামলায় তলবের বিষয়ে সর্বোচ্চ আদালতের ভর্ৎসনার মুখে ইডি। ২০২২ সালের ১৭ মে বলা হয়েছিল কোনও কোঅ্যার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না আবেদনকারীর বিরুদ্ধে। কিন্তু তার মানে তো এই নয় যে তদন্ত এবং তলবও করা যাবে না। তদন্ত কতদূর এগিয়েছে, জানতে চান বিচারপতি বেলা এম ত্রিবেদী।

জবাবে ইডির আইনজীবী জানান, আগামী শুনানিতে সমস্ত তথ্য তাঁরা দেবেন কোর্টকে। প্রসঙ্গত, ২০২২ সালের ১৭ মে সুপ্রিম কোর্টের আদেশ ছিল, কয়লা মামলায় কোনও কোঅ্যার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং তাঁকে দিল্লির বদলে কলকাতায় ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে।

এদিন অভিষেকের আইনজীবী কপিল সিব্বল অসুস্থতার জন্য অনুপস্থিত থাকায়, তাঁদের তরফে বাড়তি সময় চাওয়া হয়। একই সঙ্গে তাঁদের তরফে জানানো হয়, ১৭ মে-র পর ফের তলবই করা হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাঁরা জানান, তদন্তে সবরকম সহযোগিতা করা হয়েছে তাঁর মক্কেলের তরফে। পরবর্তী শুনানি ৩১ জুলাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 8 =