ফের সায়ন্তিকা-রেয়াতের শপথগ্রহণ নিয়ে শুরু জটিলতা

শপথগ্রহণ করানো হয়ে গিয়েছে গত ৫ জুলাই৷ কিন্তু, ১৯ জুলাইয়ে দাঁড়িয়েও জটিলতা থেকেই যাচ্ছে সায়ন্তিকা-রেয়াতের শপথগ্রহণ ঘিরে। ফের এই শপথ নিয়ে চিঠি চালাচালি শুরু হল রাজভবন এবং বিধানসভার মধ্যে৷এদিকে আগামী সোমবার বিধানসভার অধিবেশন শুরু৷ এর মধ্যেই পশ্চিমবঙ্গে চার বিধানসভা কেন্দ্রে সম্পন্ন হয়েছে উপ নির্বাচন৷ ফলাফল ঘোষণাও হয়ে গিয়েছে৷ সেই কারণে জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ করানোর বিষয়ে রাজভবনে চিঠি পাঠানো হয়েছিল প্রশাসনের তরফে৷ কিন্তু, সূত্রের খবর, শপথ নিয়ে যথাযথ উত্তর দিল না রাজভবন। সেই সংক্রান্ত কোনও জবাব রাজভবন থেকে আসেনি৷ উপরন্তু, চাওয়া হয়েছে সায়ন্তিকাদের শপথ সংক্রান্ত একগুচ্ছ জবাবদিহি৷

রাজভবনের তরফে আসা চিঠিতে জিজ্ঞাসা করা হয়েছে, বেশ কয়েকটি জিনিস৷ যেমন, ১) সায়ন্তিকা বন্দোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের শপথ কে করিয়েছেন?

২) রাজভবন উপাধ্যক্ষকে শপথ করাতে বলেছিল। সংবাদমাধ্যমে দেখা গিয়েছে অধ্যক্ষ শপথ বাক্য পাঠ করিয়েছেন। এটা কি সঠিক?

৩) বিধানসভায় অধ্যক্ষ শপথ করানো হোক, এটা বারবার বলা হচ্ছে? এর কারণ কী?

বিধানসভা সব প্রশ্নের জবাব দিয়েছে বলে সূত্রের খবর। আগামী সোমবার বিএ কমিটির বৈঠক৷ সেখানেই পরবর্তী পদক্ষেপ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে বিধানসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =