২১ জুলাইয়ের সভার আগেই বোমাতঙ্ক। শিয়ালদহ স্টেশনে পরিত্যক্ত ব্যাগ ঘিরে ছড়ায় উত্তেজনা। সূত্রে খবর, রবিবার সকালেই শিয়ালদহ স্টেশন থেকে একটি ব্যাগ উদ্ধার হয়। ছড়ায় বোমাতঙ্ক। এরপরই ঘটনাস্থেল পৌঁছায় বোম্ব স্কোয়াড। পরিত্যক্ত ব্যাগটি উদ্ধারও করে তারা।
তৃণমূল কংগ্রেসের আয়োজিত ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে মানুষের ঢল নামে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায়। এই মামুষের ঢলে যেমন ছিলেন কলকাতার মানুষ, ঠিক তেমনই ছিলেন কলকাতার উপকণ্ঠ এবং বিভিন্ন জেলা থেকে আসা মানুষজনও। যার জেরে সকাল থেকেই ভিড়ে থিকথিক করছে শিয়ালদহ স্টেশন। এরই মাঝে শিয়ালদহ স্টেশনে ছড়ায় এই পরিত্যক্ত ব্যাগ ঘিরে ছড়ায় বোমাতঙ্ক।
জানা গিয়েছে, এ দিন সকালে শিয়ালদহ মেইন লাইনের সামনেই একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। দীর্ঘক্ষণ পড়ে থাকা সত্ত্বেও কোনও দাবিদার পাওয়া যায়নি। এরপরই জল্পনা শুরু হয়। তড়িঘড়ি ডাকা হয় বম্ব স্কোয়াডকে। শেষ খবর অনুযায়ী, বম্ব স্কোয়াড এসে ব্যাগটি উদ্ধার করে। পরীক্ষা করা হয় ব্যাগটি। তবে শেষ পর্যন্ত রহস্যজনক কিছু পাওয়া যায়নি।