রবিবারের বাজারে চড়া দাম মাছ-মাংসের

রবিবারের বাজারে সব্জির সঙ্গে চড়া দাম মাছ-মাংসেরও। রবিবারে বাজারে গিয়ে যেন হাত দেওয়া যাচ্ছে না সব্জি থেকে মাছ কোনও কিছুতেই। রবিবার হওয়ায় আগুন দাম মাছ ও মাংসের বাজারে। চড়া দামে বিক্রি হতে দেখা গেল একাধিক মাছ। বাজারে রুই, কাতলা ও অন্য মাছের সঙ্গে রয়েছে ইলিশও। স্বাদ মনপসন্দ না হলেও বাজারে ইলিশ রাজা। এছাড়া রয়েছে ফলুই, ট্যাংরা, ভোলার মতো মাছও।

যদি মাছ বাজারে দাম দেখা হয়, সেক্ষেত্রে রুইয়ের প্রতি কেজির দাম রয়েছে ২০০-২২০ টাকা। গোটা রুই মাছের প্রতি কেজির দাম রয়েছে ১৮০-২২০ টাকা। কাতলা মাছের প্রতি কেজির দাম রয়েছে ৩০০ টাকা। কাটা কাতলা মাছের দাম রয়েছে ৩৫০-৪০০ টাকা কেজি। ভোলা মাছের প্রতি কেজিতে দাম রয়েছে ৩৫০ টাকা। এছাড়া মিলছে পমফ্রেটও। প্রতি কেজি পমফ্রেটের দাম রয়েছে ৩০০-৩৫০ টাকা। বাজারে প্রতি কেজি তেলাপিয়ার দাম রয়েছে ২০০ টাকা। ট্যাংরা মাছ নির্ভর করছে তার পিসের ওপর। ট্য়াংরার প্রতি পিসের ওজন ১০০ গ্রামের হলে দাম ৩০০-৩৫০ টাকা। তুলনায় ইলিশের দাম অবশ্য খুব চড়া নয়। ৭০০-৭৫০ গ্রামের প্রতি কেজি ইলিশ মাছের দাম রয়েছে ৬০০-৭০০ টাকা। ছোট আকারের ৪০০-৫০০ গ্রামের মাছের কেজি প্রতি দাম রয়েছে ৫০০-৬০০ টাকা। আবার গলদা চিংড়ির প্রতি কেজির দাম রয়েছে ৬০০-৭০০ টাকা। বাগদা চিংড়ির প্রতি কেজির দাম রয়েছে ৪০০-৪৫০ টাকা।

এদিকে বেশ কিছুদিন ধরেই চড়া সবজি বাজার। বাজারে টমেটোর প্রতি কেজির দাম রয়েছে ১৩০-১৫ টাকা। বেগুনের প্রতি কেজিতে দাম ৮০ টাকা। উচ্ছের কেজি হিসেবে দাম রয়েছে ৯০ টাকা। পটলের দাম তুলনামূলক কম। প্রতি কেজি পটলের দাম রয়েছে ৪০-৫০ টাকা। আবার আলুর দাম ঘোরাফেরা করছে কেজি প্রতি ২০ টাকা গড়ে। তবে বাজারে টমেটোর দাম বেড়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে অনেকের। কাঁচালঙ্কার প্রতি ১০০ গ্রামের দাম রয়েছে ৩০ টাকা। ভেণ্ডির প্রতি কেজিতে দাম রয়েছে ১২০ টাকা। গাঁটির কেজি হিসেবে দাম রয়েছে ৬০ টাকা। কুমড়োর প্রতি কেজিতে দাম রয়েছে ৪০ টাকা। আদার দাম প্রতি ১০০ গ্রামের দাম ৩০ টাকা।

মাছ- সবজির পাশাপাশি ব্যাপক দাম রয়েছে মাংসের দোকানেও। চিকেনের প্রতি কেজির দাম রয়েছে ২২০-২৫০ টাকা। গোটা মুরগির প্রতি কেজিতে দাম রয়েছে ১৪০-১৬০ টাকা। দেশি মুরগির প্রতি কেজির দাম ৪৫০-৫০০ টাকা। মাটনের প্রতি কেজিতে দাম রয়েছে ৭৫০-৮২০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 19 =