কয়েকদিন ঢাকা-মৈত্রী এক্সপ্রেস বাতিল করল রেল

১৩১০৮ কলকাতা – ঢাকা মৈত্রী এক্সপ্রেস, ১৩১০৭ ঢাকা – কলকাতা মৈত্রী এক্সপ্রেস এবং ১৩১০৯ কলকাতা – ঢাকা মৈত্রী এক্সপ্রেস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। রেল সূত্রে খবর, নিম্নোক্ত তারিখগুলিতে একটি করে ট্রিপ বাতিল থাকবে।

১৩১০৮ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস, কলকাতা স্টেশন থেকে ২২/৭/২০২৪ তারিখে অর্থাৎ সোমবার ছাড়ার কথা ছিল। ১৩১০৭ ঢাকা- কলকাতা মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে ২৩/৭/ ২০২৪ তারিখে অর্থাৎ মঙ্গলবার ছাড়ার কথা ছিল এবং ১৩১০৯ কলকাতা -ঢাকা মৈত্রী এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে ২৩/৭/২০২৪ তারিখে ছাড়ার কথা ছিল। সেগুলি উপরিউক্ত দিনগুলিতে বাতিল থাকবে বলে জানিয়েছে রেল।

একইসঙ্গে রেল সূত্রে জানানো হয়েছে, নিম্নোক্ত শর্তাবলী সাপেক্ষে বাতিল ট্রেনের ভাড়ার সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে:

১. কলকাতা শহরের সংশ্লিষ্ট টিকিট কাউন্টার থেকে কেনা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত শুধুমাত্র কলকাতার বিশেষ টিকিট কাউন্টার গুলিতেই প্রদান করা হবে।

২. হারানো/মিসপ্লেসড টিকিটের কিন্তু কোনও ফেরত দেওয়া হবে না।

৩. বিদেশি পর্যটকদের কাউন্টারে পিআরএসের কার্যক্রমের সময়ের মধ্যেই টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। টিডিআর ইস্যু করা হবে না।

ট্রেন নির্ধারিত সময়ে না চলার জন্য যাত্রীদের অসুবিধার কথা ভেবে দুঃখ প্রকাশ করেছে রেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =