একুশে জুলাই ধর্মতলায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মী, সমর্থকদের বার্তা দিয়েছিলেন তিনি বিত্তবান নয়, বিবেকবান কর্মী চান। তারপরের দিনই তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের ছবি সামনে এল। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়াল পানিহাটি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে রেল পার্ক এলাকায়।
অভিযোগ, সেখানে গতকাল রাতে তৃণমূল কর্মী রানা বিশ্বাসকে মারধর করে আরেক তৃণমূল কর্মী পরিতোষের গোষ্ঠীর লোকজন। এরপর দোষীদের গ্রেফতারের দাবিতে খড়দহ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী, সমর্থকরা। আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থকেরা আজ, সোমবার সকালে অভিযুক্ত যুব তৃণমূল নেতা বুবাই মল্লিকের অফিসে ভাঙচুর চালায়।দলের একাংশ আমাকে কাজ করতে দিচ্ছে না। আমার অফিস খুলতেও বাধা দিচ্ছে। এমনটাই জানালেন যুব তৃণমূল নেতা বুবাই মল্লিক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ।