রাতে বাড়ি ফেরার পথে বিপাকে যাত্রীরা। আত্মহত্যার জেরে বন্ধ হল আপ ও ডাউন দুই লাইনের মেট্রো চলাচল। কলকাতা মেট্রো সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় কালীঘাট মেট্রো স্টেশনে আত্মত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। রাত ৯টা ১৩ মিনিটে মেট্রোর সামনে ঝাঁপ দেন এক পুরুষ যাত্রী। কালীঘাট মেট্রো স্টেশনের কাছে ওই ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই পরে মৃত্যু হয় তাঁর। এরপরই প্রথমে ডাউন লাইন ও পরে আপ লাইনের মেট্রো চলাচল বিঘ্নিত হয়।
এরপরই থমকে যায় ডাউন লাইনের ট্রেন চলাচল। অর্থাৎ কবি সুভাষ স্টেশনের দিকে যাওয়ার সব ট্রেন থমকে যায়। তখনও আপ লাইনের পরিষেবা চালু ছিল। পরে সেই পরিষেবাও বন্ধ হয়ে যায়। অর্থাৎ দমদম বা দক্ষিণেশ্বর যাওয়ার ট্রেনও পাননি যাত্রীরা।
যে সময় ঘটনাটি ঘটেছে, সাধারণত সেই সময় নিত্যযাত্রীরা বাড়ি ফেরেন। এদিন অনেককেই স্টেশনে গিয়েও ফিরে যেতে হয়েছে। ফলে অসুবিধায় পড়েছেন যাত্রীরা। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র জানান, মেট্রো চলাচল স্বাভাবিক করা হচ্ছে। ফলে রাতে যাত্রীদের কোনও অসুবিধা হবে না।