প্রতিকূল আবহাওয়া অবতরণ না করতে পেরে পোর্টব্লেয়ার থেকে কলকাতায় ফিরল বিমান

দমদম বিমানবন্দর থেকে ওড়ার পর সব ঠিকই ছিল। পোর্ট ব্লেয়ারে অবতরণ করার কথা ছিল বিমানটির। কিন্তু তার আগেই পড়তে হয় প্রতিকূল আবহাওয়ার মুখে। ঝোড়ো হাওয়ার দাপটে বিমান অবতরণ করতে পারেনি। ফলে বিমানটি ফিরিয়ে আনা হয় কলকাতা বিমানবন্দরে। দমদম বিমানবন্দর সূত্রে খবর, বিমানে ছিলেন ১৬৬ জন যাত্রী ও ৬ কেবিন ক্রু।

কলকাতা বিমানবন্দর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, কলকাতা থেকে পোর্ট ব্লেয়ারগামী ৬ই ৩৪৫ বিমানটি ১৬৬ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রুকে নিয়ে দমদম বিমানবন্দর ছেড়েছিল বুধবার সকাল ৯টা ৬মিনিটে। অপর একটি ভিস্তারার বিমান ইউকে ৭৪৭ কলকাতা বিমানবন্দর থেকে ৯টা ২৯ মিনিটে উ়ড়েছিল। ভিস্তারার বিমানে ছিলেন ১৩৫ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু।

মাঝ আকাশে বাধ সাধে প্রতিকূল আবহাওয়া। ঝোড়ো হাওয়ার দাপটে  পোর্ট ব্লেয়ার বিমানবন্দরে অবতরণ করতে পারেনি এই দুই বিমান। প্রথমটি দুপুর ১টা ৪৪ মিনিটে এবং পরেরটি দুপুর ১টা ৪৮ মিনিটে ফিরে আসে কলকাতায়। এরপর আবহাওয়া অনুকূল না হওয়ায় এই দুই বিমান বাতিলের সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − nine =