সোদপুরে খুনের হুমকিতে আতঙ্কিত বৃদ্ধ দম্পতি। আলি ও বুলাই নামে দুজনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন এই দম্পতি।
স্থানীয় সূত্রে খবর, পানিহাটি পুরসভার ৩নং ওয়ার্ডের ঘটনা। জোতির্ময়বাবুর অভিযোগ, ২০২৩ সালে সম্পত্তিগত বিবাদে আলি ও বুলাইয়ের হাতে খুন হতে হয়েছিল তাঁদের একমাত্র ছেলে বাপ্পাকে। পরবর্তীতে বৃদ্ধ দম্পতি খড়দহ থানার দ্বারস্থ হলে সেখানে পুলিশের তরফ থেকে বোঝানো হয়, আপনারা ক্ষতিপূরণ নিয়ে নিন। যদি শাস্তি চান তাহলে সাজা পেয়ে বেরোনোর পর আপনাদের ক্ষতি হতে পারে। ভয় পেয়ে বৃদ্ধ দম্পতি দাবি করে ক্ষতিপূরণের। কিন্তু ক্ষতিপূরণ তাঁরা পাননি বরং তাঁদের শিকার হতে হয় বঞ্চনার। এর পর থেকে বিভিন্ন প্রশাসনিক মহলে অভিযোগ করেও হয়নি সুরাহা। সঠিক বিচারের আসায় দিন গুণছেন তাঁরা।
আর এই প্রসঙ্গেই তাঁদের অভিযোগ, দিনের পর দিন তাঁদের হুমকির শিকার হতে হচ্ছে। প্রতি মুহূর্তে আতঙ্কে সিঁটিয়ে থাকছেন তাঁরা। এই বিষয়ে দিনের পর দিন প্রশাসনিক মহল থেকে সর্বত্র ঘুরে হয়রান তাঁরা। এবার দোষীদের শাস্তির দাবি জানাচ্ছেন বৃদ্ধ দম্পতি।