জলপাইগুড়ি থেকে বানারহাটে বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার পাইলট কার। সূত্রে খবর, ধূপগুড়ি ব্লকের ঠাকুরপাঠের এশিয়ান হাইওয়ে ৪৮-এর উপর এই দুর্ঘটনায় আহত হন এএসআই পরিতোষ বর্মন চার জন পুলিশ কর্মী। এরপরই দ্রুত স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে এ খবরও মিলেছে, দুর্ঘটনার কবলে পড়ে পরপর তিনটি গাড়ি। পুলিশের এসকর্ট ভ্যানটি জলপাইগুড়ি থেকে জন বার্লার বাড়ি বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগানে যাওয়ার সময় একটি গাড়িকে পাস কাটিয়ে এগিয়ে যাওয়ার সময়, গয়েরকাটার দিক থেকে আসা একটি দুধের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে গাড়িটির। দুর্ঘটনায় পুলিশের গাড়িটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ির দমকল বাহিনী। দুর্ঘটনায় এসআই পরিতোষ বর্মন সহ কনস্টেবল বিট্টু বিশ্বকর্মা গুরুতর আহত হন। এরপর তাঁদের জলপাইগুড়িতে সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ও হাসপাতালে পৌঁছন ধুপগুড়ি থানার পুলিশ। ঠিক কী ভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কোন গাড়ির গতি কত ছিল, পুঙ্খানুপুঙ্খ বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, আহত পুলিশকর্মীরা যাতে সঠিকভাবে চিকিৎসা পান সেই দিকে দেওয়া হচ্ছে বিশেষ নজরও।