ফের সপ্তাহ শেষে বাতিল একগুচ্ছ ট্রেন

গত বছর থেকে এ বছরের শুরু, লাগাতার ট্রেন বাতিলের ছবি দেখা গিয়েছে হাওড়া-শিয়ালদহে। কিছুদিন আগেই তো শিয়ালদহে প্রায় এক সপ্তাহ বাতিল ছিল একগুচ্ছ ট্রেন। চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় যাত্রীদের। তবে গত কয়েক মাসে ধীরে ধীরে বদলেছে ছবিটা। কমেছে বাতিলের ট্রেনের সংখ্যা। তবে এর মধ্যে ফের এল বাতিলের ঘোষণা। রেলের রক্ষণাবেক্ষণের কাজ চলবে নৈহাটি-গরিফার-ব্যান্ডেল সেকশনে। সে কারণে ২৭ ও ২৮ জুলাই বেশ কিছুক্ষণের জন্য করা হবে ট্র্যাফিক ব্লক। সে কারণেই বাতিল থাকছে একাধিক লোকাল ট্রেন। স্বভাতই মাথাচাড়া দিচ্ছে যাত্রী দুর্ভোগের আশঙ্কা।

 

২৭ তারিখ শনিবার বাতিল তালিকায় থাকছে

 

নৈহাটি – ব্যান্ডেল: আপ ৩৭৫৫৭/ ডাউন ৩৭৫৫৮

শিয়ালদহ – শান্তিপুর: আপ ৩১৫৪১/ ডাউন ৩১৫৪০

শিয়ালদহ – রানাঘাট: আপ ৩১৬৩১/ ডাউন ৩১৬৩৬

কল্যাণী সীমান্ত – নৈহাটি: ডাউন ৩১১১৯২

 

 

২৮ তারিখ বাতিল থাকছেঃ

 

নৈহাটি-ব্যান্ডেল: আপ ৩৭৫২১, ৩৭৫২৩, ৩৭৫২৫, ডাউন ৩৭৫২২, ৩৭৫২৪, ৩৭৫২৬, ৩৭৫২৮

শিয়ালদহ-কৃষ্ণনগর: আপ ৩১৮১১, ৩১৮১৩, ডাউন ৩১৮১২, ৩১৮১৪

শিয়ালদহ-শান্তিপুর: আপ ৩১৫১১, ৩১৫১৩, ডাউন ৩১৫১৪, ৩১৫১৬

শিয়ালদহ-রানাঘাট: আপ ৩১৬১১, ডাউন ৩১৬১৪

নৈহাটি-কল্যাণী সীমান্ত: আপ ৩১১৯১

শিয়ালদহ-কল্যাণী সীমান্ত: আপ ৩১৩১১, ৩১৩১৩, ডাউন ৩১৩১৪, ৩১৩১৬

রানাঘাট-নৈহাটি: আপ ৩১৭১১, ডাউন ৩১৭১২

২৮ তারিখ ঘুরপথে চলবে যে ট্রেনগুলি…

১৩১০৬ বালিয়া – শিয়ালদহ এক্সপ্রেস, ১৩১৬০ জোগবানী – কলকাতা এক্সপ্রেস, ১৫০৫০ গোরখপুর – কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস, ১৩১৫৪ মালদহ টাউন – শিয়ালদহ গৌর এক্সপ্রেস, ১৩১৮৬ জয়নগর-শিয়ালদহ গঙ্গাসাগর এক্সপ্রেস। গঙ্গাসাগর এক্সপ্রেস নৈহাটির বদলে ডানকুনি দিয়ে ঘোরানো হবে বলে জানা যাচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 15 =