রাশিয়ার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার যাচ্ছেন ইউক্রেন সফরে। যুদ্ধ বন্ধের দিশা খুঁজতে বৈঠক করবেন জেলেনস্কির সঙ্গে। গত জুন মাসে জি৭ সম্মেলনে যোগ দিতে ইটালি গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে পার্শ্ব বৈঠক করেছিলেন মোদি। তার আগে জাপানেও দুজনের একান্তে আলোচনা হয়েছিল।
বিদেশ মন্ত্রক সূত্রে খবর, রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইতি টানার প্রক্রিয়া নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা হতে পারে প্রধানমন্ত্রীর। ইউক্রেন যদি আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোতে যোগ দেওয়ার চেষ্টা থেকে সরে আসে তবে মস্কো যুদ্ধ বিরতি কার্যকর করতে পারে বলে বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই প্রেক্ষিতে মোদির সফরে রুশ ইউক্রেন সংঘর্ষ বন্ধের আশা দেখছে কূটনৈতিক মহল। উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পরে এই প্রথম ইউক্রেনে যাচ্ছেন মোদি। জানা গিয়েছে, সংঘাতে ইতি টানতে ভারতের তরফে প্রয়োজনীয় প্রয়াস নেওয়া হবে বলে ইউক্রেনের প্রেসিডেন্টকে জানিয়েছেন মোদি।