বাংলাদেশ হাইকমিশনের দ্বারস্থ শুভেন্দু, ভিডিওর পরিপ্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের আর্জি

বাংলাদেশে লাগাতার ভারত বিরোধী স্লোগান, প্রধানমন্ত্রী মোদিকে অপমানের অভিযোগে বাংলাদেশ হাই কমিশনারের দ্বারস্থ হতে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তাঁর পেশ করা ভিডিওর পরিপ্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের আর্জিও জানিয়েছেন তিনি। সূত্রে খবর, সোমবার বিকেলে কলকাতায় বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু অধিকারী-সহ বিজেপির প্রতিনিধি দল।

এদিন বাংলাদেশে ওঠা ভারত বিরোধী স্লোগানের কপি ও ভিডিও বাংলাদেশ হাই কমিশনারের হাতে তুলে দেন শুভেন্দু অধিকারী। এর পর তিনি বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমাদের মাথা-ব্যথা নেই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নই। যারা রোহিঙ্গাদের বলে সিএএ হবে না, আমার দরজা খোলা আপনাদের জন্য। আমরা ভারত বিরোধী স্লোগানের মন্তব্য নিয়ে আমরা জানিয়েছি। ভারত আমাদের মা। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অপমান করলে আমরা বরদাস্ত করব না।।’ ভিডিওর পরিপ্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের আর্জিও জানান তিনি।

অভিযোগ, আগে থেকে অনুমতি নেওয়া ছিল। তা সত্ত্বেও এদিন রাজ্য পুলিশ তাঁদের বাধা দেয়। বেশ কিছুক্ষণ পর ভিতরে প্রবেশ করেন তাঁরা। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী এদিন এও বলেন, ‘আমরা গত শনিবার জানিয়েছি হাই কমিশনারের কাছে আসার কথা। আমাদের কাছে লিখিত অনুমতি পত্র আছে। বাংলায় জঙ্গলরাজ চলছে। আইনের মধ্যে দাঁড়িয়েই ওদের শিক্ষা দেব। দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অসভ্যতামি করছে। এটা মেনে নেওয়া হবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − three =