জানুয়ারির শুরু থেকে সংবাদ শিরোনামে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। লোকসভা নির্বাচনের প্রচারেও সন্দেশখালি ইস্যুতে হাতিয়ার করেছিল বিজেপি। সেই সন্দেশখালি নিয়ে রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানতে চাইলেন সন্দেশখালিতে সমস্যা কোথায় বা উন্নয়নের কী হাল সে ব্যাপারেও। পরিস্থিতি খতিয়ে দেখে দমকলমন্ত্রী সুজিত বসুকে রিপোর্ট দিতেও বলেন মুখ্যমন্ত্রী।
চলতি বছরের ৫ জানুয়ারি সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসে। রাস্তায় নামেন মহিলারা। লোকসভা নির্বাচনের প্রচারে সন্দেশখালি ইস্যুতে সরব হয় বিজেপি। যদি শাসকদলের বক্তব্য ছিল, সন্দেশখালির ঘটনা সাজানো। এবার সন্দেশখালির উন্নয়নের হাল খতিয়ে দেখতে চান মুখ্যমন্ত্রী।
সন্দেশখালির মানুষ কী বলছেন বা সমস্যা কোথায়, তা খতিয়ে দেখতে সোমবার সুজিত বসুকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন বলে সূত্রের খবর। সূত্রে এ খবরও মিলছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী শনিবার সন্দেশখালি যাবেন দমকলমন্ত্রী সুজিত বসু। ওইদিন সন্দেশখালি গিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করবেন।
এদিকে গত কয়েক মাস ধরে সন্দেশখালিতে উন্নয়নের কাজ বন্ধ রয়েছে বলে অভিযোগ উঠেছে। সেখানকার মানুষের প্রকৃত অবস্থা কী, তা জানতেই মুখ্যমন্ত্রীর এমন নির্দেশ বলে সূত্রের খবর। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে সুজিতের বৈঠকে থাকতে বলা হয়েছে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতকে।
এদিকে আবার সন্দেশখালিতে তৃণমূলের সাংগঠনিক ক্ষেত্রে বেশ কিছু ফাঁকফোকর রয়েছে। শূন্য রয়েছে পদ। সেই সব বিষয়েও বিধায়ক সুকুমার-সহ স্থানীয় নেতৃত্বের সঙ্গে ওই দিন কথা বলতে পারেন সুজিত। তারপরে সেই বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বকে রিপোর্ট জমা দেবেন বিধাননগরের বিধায়ক। রিপোর্ট খতিয়ে দেখে সন্দেশখালিতে শাসকদলের অন্দরে রদবদলও হতে পারে বলে মত তৃণমূলের অনেকের।