প্যারিস অলিম্পিক্সের চতুর্থ দিনে চলে এল ভারতের জোড়া পদক। সৌজন্য়ে শ্যুটার মনু ভাকের ও সরবজ্যোত সিং। মঙ্গল দুপুরে ফ্রান্সের জাতীয় শ্যুটিং অ্যাকাডেমিতে ১০ মিটার এয়ার পিস্তলের মিশ্র দলগত ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন মনু-সরবজ্যোত। কোরিয়ার ওহ ইয়ে জিন ও লি ওনহোকে হারিয়ে দিলেন তাঁরা। ভারত ১৬-১০ কোরিয়াকে হারিয়ে প্যারিসে ওড়াল তেরঙা। গতকাল মনু-সরবজ্যোত যোগ্য়তা অর্জন রাউন্ডে তৃতীয় স্থানে শেষ করে মোট ৫৮০ পয়েন্ট পেয়েছিলেন। আর তারপর থেকেই ভারত পদকের স্বপ্ন দেখতে শুরু করে। এদিন দুরন্ত পারফর্ম করে দেশবাসীর স্বপ্নপূরণ করলেন মনু-সরবজ্যোতরা।
প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনেই চলে আসে ভারতের প্রথম পদক। হরিয়ানার মেয়ে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতে দেশবাসীকে গর্বিত করেছিলেন। প্রথম ভারতীয় মহিলা শ্যুটার হিসেবে অলিম্পিক্সে পদক জয়ের ইতিহাস লিখেছিলেন তিনি। এদনি মনু আরও এক ইতিহাস লিখলেন। প্রথম ভারতীয় হিসেবে এক অলিম্পিক্সে জোড়া পদক পেলেন তিনি। পিভি সিন্ধুর পর দ্বিতীয় ভারতীয় মহিলা হিসেবে জোড়া অলিম্পিক্স পদক পেলেন।