ফের ভোগান্তি শিয়ালদহ -ডায়মন্ড হারবার লাইনে। রোজ দেরিতে ছাড়ে ভোরের ট্রেন। যার জেরে কাজের জায়গায় পৌঁছতে দেরি হচ্ছে, এমন অভিযোগ তুলে ডায়মন্ড হারবার রেলস্টেশনে অবরোধ করেন রেল যাত্রীরা। ফলে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়।
বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে সাড়ে পাঁচটার আপ শিয়ালদহ লোকাল দেরিতে ছাড়ছে। এর ফলে কাজের জায়গায় পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে। তার জেরে বেতন কাটা যাচ্ছে অনেকের। তারই প্রতিবাদে বুধবার ভোর ৫টা থেকে ডায়মন্ড হারবার স্টেশনে রেললাইনে বসে পড়ে অবরোধ শুরু করেন নিত্যযাত্রীরা। জিআরপি ও রেল কর্তৃপক্ষ বোঝানোর চেষ্টা করলেও, যাত্রীরা অনড় থাকায় সমস্যা বেড়েছে। যাত্রীদের আরও অভিযোগ, এক এক দিন এক এক রকম সময়ে ট্রেন ছাড়ছে। প্রতিদিন ১-২ ঘণ্টা দেরিতে ছাড়ছে ট্রেন। দীর্ঘদিন ধরে স্টেশন মাস্টারকে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এদিন ভোর থেকে রেল লাইনে বসে পড়ে অবরোধ হয়। প্রান্তিক স্টেশন হওয়ায়, ওই লাইনে রেল চলাচল স্তব্ধ হয়ে গিয়েছে। প্রভাব পড়েছে গোটা শিয়ালদহ দক্ষিণ শাখায়।