জিএসটি প্রত্যাহারের অনুরোধ জানিয়ে অর্থমন্ত্রীকে চিঠি মমতার

জীবন ও স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি দিতে হয়। এই জিএসটি প্রত্যাহার করার অনুরোধ জানিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি। এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে একই অনুরোধ করে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। স্বাস্থ্য ও জীবন বিমার প্রিমিয়ামে জিএসটি লাগু জনবিরোধী বলে তিনি মন্তব্য করেন। অবিলম্বে জিএসটি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

স্বাস্থ্য ও জীবন বিমার উপর থেকে জিএসটি প্রত্যাহারের অনুরোধ জানিয়ে চিঠিতে মমতা লেখেন, ‘অসুখ, দুর্ঘটনার মতো কঠিন সময়ে মানুষকে আর্থিক নিরাপত্তা দেওয়াই স্বাস্থ্য ও জীবন বিমার প্রাথমিক লক্ষ্য। এইরকম কঠিন সময়ে কোনও ব্যক্তি বা তাঁর পরিবারের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইসব বিমা। কিন্তু, এইসব বিমায় জিএসটি লাগু করে সাধারণ মানুষের বোঝা বাড়ানো হয়েছে।’ জীবন ও স্বাস্থ্য বিমায় জিএসটি লাগুকে ‘জনবিরোধী করনীতি’ বলে উল্লেখ করে তা প্রত্যাহারের অনুরোধ করেন মমতা।

এদিকে শুক্রবারই জীবন ও স্বাস্থ্য বিমা থেকে জিএসটি প্রত্যাহারের দাবি জানিয়ে সংসদে সরব হন তৃণমূল নেতারা। লোকসভা থেকে ওয়াক আউটও করেন তাঁরা। লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানান, ‘জীবন বিমা ও ওষুধের উপরে ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহার করতে হবে। আমরা দাবি জানিয়েছি, অর্থমন্ত্রী নির্মলা সীতারামণকে সংসদে আসতে হবে। এই ইস্যুতে দু’বার মাইক বন্ধ করে দেওয়া হয়। সেই কারণে আমাদের ওয়েলে নামতে হয়েছে।’

এদিকে সংসদে তৃণমূলের দাবি নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন, ‘জিএসটি নিয়ে সরকার ভাবছে, অবশ্যই কিছু করবে। কলকাতার বেসরকারি হাসপাতালগুলি যে লুঠছে, তা নিয়ে রাজ্য সরকারের কোনও মাথাব্যথা নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =