কলকাতার সংস্থাকে খারাপ জিনিস দিয়ে জাহাজ নিয়ে পালানোর চেষ্টা। তবে শেষ পর্যন্ত পালানো সম্ভব হয়নি। জাহাজ রুখতে রাতেই বিশেষ শুনানি হল হাইকোর্টের।
রবিবার ছুটির দিন হলেও মামলার গুরুত্ব বুঝে রাতেই হল শুনানি। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় এই নির্দেশ দেন।
প্রচুর পরিমাণে খারাপ নিউজ প্রিন্ট পেপার দেওয়ার অভিযোগ ওঠে এক সংস্থার বিরুদ্ধে। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা। এ নিয়ে আদালতে মামলা দায়ের হয়। কারণ, রবিবার শুনানি না হলে জাহাজ চলে যাবে।
তাই রাতেই যুদ্ধকালীন তৎপরতায় কলকাতা হাইকোর্ট মামলা শুনল। হলদিয়া বন্দর থেকে সোমবার ভোরে ওই জাহাজের বেরিয়ে যাওয়ার কথা ছিল। রাতেই হাইকোর্ট জাহাজটির যাওয়া বাতিল করে গ্রেফতারের নির্দেশ দেয় আদালত।
বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় এই নির্দেশ দিয়ে এ শর্তও দেন, যদি ১২ অগাস্টের মধ্যে কলকাতা হাইকোর্টের রেজিস্টার জেনারেলের কাছে ৭ কোটি টাকা জমা রাখা হয়, তবেই এ রাজ্য ছাড়তে পারবে জাহাজটি। ১২ অগাস্ট মামলার পরবর্তী শুনানি হবে।