ভারতের ভিনেশ ফোগটের ঘটনায় আইওসি-র কাছে আবেদন করল ভারত। আইওসি-র প্রটোকল মেনেই ভিনেশের কেসটির জন্য আপিল করা হয়েছে। ভারতীয় কুস্তিগির ভিনেশ মাত্র ১০০ গ্রাম ওভারওয়েটের জন্য ৫০ কেজির মহিলা ফ্রি স্টাইল বিভাগে ডিসকোয়ালিফাই হয়ে যান। এদিকে তাঁর বুধবারই সোনার মেডেলের ম্যাচের জন্য নামার কথা ছিল। এদিকে এদিন সকালেই কুস্তি ফাইনালের আগে তাঁর ওজন করা হলে তিনি ওভারওয়েট হন।
ভিনেশ ইতিহাস তৈরি করেন মঙ্গলবার রাতে। তিনি সেমিফাইনালে জেতার পরেই ফাইনালে চলে যান এবং তিনিই প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে ফাইনালের টিকিট পেয়েছিলেন। বুধবার সকালের আগে সারা দেশ খুশি ছিল অলিম্পিক্সের মঞ্চ থেকে নিশ্চিতভাবে আরও একটি পদক আসছে। কারণ ভারত রুপো অন্তত পেতই।
এদিকে আইওসি আবেদন করেছে যেন কেউ ভিনেশ ফোগটের প্রাইভেসি যেন অতিক্রম না করা হয়। নিজের এটা তৃতীয় অলিম্পিক্স খেলছেন ভিনেশ ফোগট।
এদিকে সূত্রে খবর, ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগট এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। প্যারিসে ডিহাইড্রেশনের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর সামনে আসছে।