পিস ওয়ার্ল্ডে রাখা হল বুদ্ধদেববাবুর দেহ

বুদ্ধবাবুর দেহ পিস ওয়ার্ল্ডে রাখা হল বৃহস্পতিবার। বামফ্রন্টের বহু নেতা, কর্মী, সমর্থকেরা সারাদেশের বিভিন্ন জায়গা থেকে আসবে শেষবারের মত বুদ্ধবাবুকে দেখতে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচাৰ্য দেহ আনা হল পিস ওয়ার্ল্ডে। আর সেই কারণে আগে থেকেই কলকাতা পুলিশের টিম মোতায়েন করা হয় পিস ওয়ার্ল্ডে। পিস ওয়ার্ল্ডে দেহ রাখার আগে নেওয়া হয় সব ধরনের প্রস্তুতিও। প্রসঙ্গত, চিকিৎসা শাস্ত্রের গবেষণার জন্য দেহ দান আগেই করেছিলেন তিনি। চক্ষু দানের প্রক্রিয়া শেষ হয় আগেই। এরপর শুক্রবার হবে এনআরএস-এ দেহ দান।

এদিন চিকিৎসক সপ্তর্ষি বসু জানান, ‘ওনাকে কাছ থেকে দেখার, চিকিৎসার সুযোগ হয়েছিল৷ একেবারেই অন্যধরনের মানুষ ছিলেন৷ বার বার সিওপিডি-র সমস্যা হত৷ উনি ফাইটার ছিলেন৷ আগে অনেক বার সুস্থ হয়ে ফিরে এসেছেন৷ এবার আর আমাদের সেই সুযোগ দিলেন না৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 5 =